Tariff War: বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধ!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: শুল্কযুদ্ধ (Tariff War) শুরু হওয়ার দরুন বিশ্বব্যাপী বাণিজ্যিক উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মেক্সিকো (Mexico Canada) এবং কানাডার পণ্যে শুল্ক আরোপের (Imposition of duties) ঘোষণা করেছিলেন, তবে তা একেবারে কার্যকর হয়নি।

তবে এবার ট্রাম্পের (Donald Trump) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, শুল্ক আলোতে স্থগিতাদেশ আর বেশি দিন রাখা সম্ভব নয় এবং আগামী মঙ্গলবার থেকেই তা কার্যকর করা হবে। মেক্সিকো (Mexico) এবং কানাডার (Canada) আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। বিশেষভাবে কানাডার বিদ্যুৎ এবং তেলের ক্ষেত্রে শুল্কের হার হবে ১০ শতাংশ। এর পাশাপাশি চীনের পণ্যের ক্ষেত্রেও ইতিমধ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল যা এখন দ্বিগুণ হয় ২০ শতাংশ হচ্ছে।

আরও পড়ুন:Trump Vs Zelenskyy: রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আর সাহায্য করবে না আমেরিকা

এই শুল্কযুদ্ধের (Tariff War) পাল্টা প্রতিক্রিয়া হিসেবে, কানাডা আমেরিকার বিভিন্ন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। একে কেন্দ্র করে চিন (China) ও আমেরিকার (America) কৃষিপণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে, যার মধ্যে রয়েছে মুরগি (Chicken), গম (Wheat), ভুট্টা (Corn),তুলো (Cotton),সয়াবিন (Soybean),ফল (Fruit) এবং অন্যান্য আনাজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিস্থিতি আসলে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের (Full-blown trade war) সূচনা হতে পারে। বিভিন্ন দেশের মধ্যে এভাবে শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্যিক উত্তেজনা (Global trade tensions) সৃষ্টি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বর্তমানে যা পরিস্থিতি, তা অনুযায়ী বিশ্ব বাণিজ্যে (World trade) একটি নতুন দিক প্রবাহ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই শুল্কযুদ্ধের (Tariff War) কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মূল্যের উত্থান-পতন এবং অর্থনৈতিক সম্পর্কের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে। এখন সময়ই বলবে, এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং কিভাবে বিশ্ব অর্থনীতি এতে প্রতিক্রিয়া দেখাবে।

আরও পড়ুন:RRB Exam: রেলওয়ে সহকারী লোকো পাইলট পরীক্ষার তারিখ ঘোষণা