Ram Mandir Attack: ধর্মীয় স্থানে বিস্ফোরণের ষড়যন্ত্র!

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ফের নাশকতার ছক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (Islamic State)! গুজরাট Gujaratও হরিয়ানা (Haryana) এফটিএফের (STF) যৌথ অভিযানে সফলভাবে ফরিদাবাদ (Faridabad) থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে, যিনি অযোধ্যার রামমন্দিরে (Ram Mandir Attack) নাশকতার পরিকল্পনা করেছিল। অভিযুক্ত আবদুল রহমান, বয়স ১৯ বছর। তার কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:Manipur Free Movement: মণিপুরে অবাধ চলাচল নিশ্চিত করতে অমিত শাহের কড়া নির্দেশ!

এসটিএফ সূত্রে খবর, মিল্কিপুর অযোধ্যার (Ayodhya) বাসিন্দা এই যুবক পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসএ-র সদস্য ছিল। রহমানের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার লক্ষ্য ছিল রাম মন্দির (Ram Mandir Attack)ও গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple)বিস্ফোরণ ঘটানো। তদন্তকারীদের মতে রহমান ১০ মাস আগে আইএস খুরাসান প্রোভিন্স (আইএসকেপি) জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল এবং অনলাইন প্রশিক্ষণও গ্রহণ করেছিল।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

রহমানের মোবাইল ফোন থেকে একাধিক ধর্মীয় স্থানের (Religious place) ছবি এবং ভিডিও উদ্ধার হয়েছে। এতে বোঝা যায়, সে রাম মন্দিরে হামলার (Ram Mandir Attack) পরিকল্পনা করতে গিয়ে একাধিকবার রেইকি করেছে। সম্প্রতি দিল্লি যাওয়ার নাম করে ফরিদাবাদ (Faridabad) থেকে ট্রেনে তার সফর শুরু হয়েছিল। ফরিদাবাদে এসে সে শংকর নামে একটি হোটেলে উঠেছিল এবং সেখানে এক হ্যান্ডলারের থেকে হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করে হামলা করার পরিকল্পনা করছিল।

প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট যে রহমানের লক্ষ্য ছিল বড় ধরনের হামলা চালানো। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের বাড়িতে তল্লাশি (Search) শুরু করেছে এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলি প্রতিরোধমূলক ব্যবস্থা (Preventive measures) গ্রহণ করছে।

আরও পড়ুন:Free Cancer Vaccine: ক্যান্সারের টিকা দান নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী