নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ২০২৩ সালের ১৯ নভেম্বর চাইলেও ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটাপ্রেমীরা। এইদিন যাকে বলে, একবারে সপ্তম স্বর্গ থেকে বাস্তবের রুক্ষ পাথুরে জমিতে আছড়ে পড়েছিল ১৪০ কোটি মানুষের বিশ্বজয়ের স্বপ্ন। প্রতিশ্রুতি রেখেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। মোতেরায় উপস্থিত লক্ষাধিক মানুষকে চুপ করিয়ে দিয়েছিলেন। এসব কিছুই ভুলতে পারবে না কেউ। যতবার ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ (IND Vs AUS) নিয়ে কথা হবে, ততবারই মোটা দাগের হরফে ফিরে ফিরে আসবে ১৯ নভেম্বর।
আরও পড়ুনঃ Virat Kohli: এলেন, খেললেন, কাজ শেষ করলেন না কেন?
তা বলে রোহিত শর্মারা এ কী করছেন? একটা বিশ্বকাপ ফাইনালে হারের বদলা অজিদের ওপর আর কতবার নেবেন তাঁরা? ইদানিংকালে ভারত-পাকিস্তান দ্বৈরথের থেকেও ভারত বনাম অস্ট্রেলিয়াকে (IND Vs AUS) বেশি মান্যতা দেয় ক্রিকেটবিশ্ব। আর সেই রাইভ্যালরিই সাদা বলের ক্রিকেটে কার্যত বদলার মঞ্চে পরিণত করে ফেলেছে মেন ইন ব্লু।

২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতকে ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারিয়েছিল ক্যাঙ্গারুরা। বদলে ভারত কী করল? না, পরপর দুটি আইসিসি প্রতিযোগিতা যথাক্রমে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি করে দিল অজিদের। যাদের দুবারই নাকি সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছিল। তাও তো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল রোহিত বাহিনী। মঙ্গলবার দুবাইয়ে আঘাতটা একেবারে অজি জাত্যাভিমানে। কোনো আইসিসি প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া অজি আদর্শের ঘোরতর বিরোধী।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
যদিও কেউ কেউ বলছেন, কীসের বদলা? প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলকে হারালে নয় বদলার যুক্তি মেনে নেওয়া যেত। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, এবং মিচেল স্টার্কবিহীন বোলিং ইউনিটের বিরুদ্ধে ২৬৫ তাড়া করাকে কেন নম্বর দিতে হবে? কথাটা একদিক থেকে হয়ত অস্বীকার করা যায় না। ট্র্যাভিস হেড যতই ইদানিংকালে টিম ইন্ডিয়ার হেডেক বাড়িয়ে থাকুন না কেন, আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনো দলের জন্যই বর্তমানে আসল হেডেকের নাম প্যাট কামিন্স। বোলিং আর নেতৃত্ব, দুয়ের এক অভূতপূর্ব মিশেলে অস্ট্রেলিয়া তো বটেই এমনকি বিশ্ব ক্রিকেটেরই সবথেকে বড় এক্স ফ্যাক্টর তিনি। তবু মঙ্গলবারের ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথকে (IND Vs AUS) রেট না করে উপায় কী? যাঁরাই খেলুন, দলটার নাম তো অস্ট্রেলিয়া। একবার ছন্দ পেয়ে গেলে তারা কী করতে পারে তা কে না জানে!