Sand Smuggling: এবারে বালি পাচারের অভিযোগ বিরোধী বিজেপির দিকে

অপরাধ জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বালি পাচারের (Sand Smuggling) অভিযোগ বারবার শাসকের বিরুদ্ধে হলেও এবারে অভিযুক্ত রাজ্যের বিরোধীরা। সমুদ্র থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচারের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত মাজিলাপুরের ঘটনা। যার জেরে আটক করা হয়েছে চারটি বালি বওয়ার ডাম্পার এবং একটি জেসিপি।

আরও পড়ুনঃ Burdwan Municipality: পৌরসভায় সীমাহীন দুর্নীতি, বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল কংগ্রেস

অভিযোগ, সমুদ্রের তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালি তুলে (Sand Smuggling) তা মোটা টাকায় বিক্রি করেছেন বিজেপি পরিচালিত মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুন্ডু। স্থানীয় সূত্রে খবর, এই প্রধান যে শুধু সমুদ্রগর্ভ থেকে বালি তুলে তা চড়া দামে বিক্রি করতেন তাই নয়। এমনকি কিছুদিন আগে মন্দির তৈরির নাম করে স্কুল থেকে ইট চুরির অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান এবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

কাঁথি ১ নং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য আমিন সোহেল বিষয়টি জানতে পেরে এলাকার মানুষজনদের নিয়ে চারটি ডাম্পারসহ একটি জেসিবিকে ঘিরে ধরেন। সূত্রের খবর, বৈধ কোনৈ কাগজপত্র না দেখাতে পেরে গাড়ি ছেড়ে পালায় গাড়ির ড্রাইভাররা। এরপর জুনপুট থানা এবং ভূমি দপ্তরের আধিকারিককে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করেন গাড়িগুলিকে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল জানান, “এটা বিরামপুট গ্রাম। আমি এই অঞ্চল থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। আমি আজ রাত সাড়ে নয়টা-দশটার দিকে এখান দিয়ে যাচ্ছিলাম তখন পাহাড়ের মত প্রচুর বালি জমায়েত থাকতে দেখি এবং চারটি ডাম্পারসহ একটি জেসিবি দেখতে পাই। কিন্তু আমরা সামনে যেতেই ওরা চলে যায়। আমাদের প্রশ্নের কোন উত্তর ওরা দিতে পারেনি।” এরপরই যোগ করেন, “এই গ্রামসভা বিজেপি পরিচালিত। আর মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুন্ডুকে সন্ধ্যেবেলায় আমরা এখানে দেখতে পাই।” অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য নিতাই ঘোড়াই সরাসরি বলেন, “সমুদ্র থেকে বালি তুলে তা অবৈধভাবে বিক্রি করছেন প্রধান। কোনো কাগজপত্র নেই।”