নিউজ পোল ব্যুরো: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআইয়ের চাপে পড়ে হাইব্রিড মডেলে প্রতিযোগিতাটি আয়োজন করতে হয়েছে আইসিসিকে। এর পরিণতিতে শুধু পাক বোর্ড নয়, একে একে সরব হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও। এবারে এই তালিকায় নয়া সংযোজন দক্ষিণ আফ্রিকার সাংবাদিককুল।
আরও পড়ুনঃ Mushfiqur Rahim: কাকতালীয়ভাবে বিদায় ভারতের হারে খুশি হওয়া মুশফিকুরের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) সবকটি ম্যাচই রোহিতরা দুবাইয়ে খেলেছেন। ফাইনালও সেখানেই খেলবেন তাঁরা। একই মাঠে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, এই অভিযোগ তোলা হচ্ছে। তবে এবার দক্ষিণ আফ্রিকার এক ওয়েবসাইটের রিপোর্টে যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে তা ছাপিয়ে গিয়েছে বিগত সবকিছুকেই। উক্ত রিপোর্টে ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীরকে সরাসরি নিশানায় রেখে দাবি করা হয়েছে যে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় একটি ফাঁপা জয় হতে চলেছে।

সেমিফাইনাল জয়ের পরই গম্ভীর বলেন, টিম ইন্ডিয়া আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করে। আর সেখানকার পরিবেশ-পরিস্থিতি দুবাই স্টেডিয়ামের থেকে আলাদা। এই মন্তব্যকেই নিশানায় রেখেছে উক্ত রিপোর্ট। বলা হয়েছে, “গম্ভীর বোধহয় ভুলে গিয়েছেন যে আইসিসি অ্যাকাডেমি থেকে দুবাই স্টেডিয়াম মাত্র কয়েক মিটার। তবে তা নিয়ে আমরা কিছু বলছি না। বোঝাই যাচ্ছে যে রবিবার এক বছরের মধ্যে দ্বিতীয় আইসিসি ট্রফি জিতবে ভারত। কিন্তু গম্ভীর যখন ট্রফি তুলে ধরবে তখনও কিন্তু মনের মাঝে একটা শূন্যতা থাকবে। এভাবে ভারতের ট্রফি জয়ের মধ্যে একটা ফাঁপা ব্যাপার থেকেই যাবে। বিজয়ী পদকের দিকে যখনই তাকাবে, খারাপ লাগবে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ভারত যে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতছেই সে বিষয়ে নিশ্চিত দক্ষিণ আফ্রিকার উক্ত ওয়েবসাইট। তাদের বক্তব্য থেকেই এটা পরিষ্কার। যদিও এই জয়কে তারা গুরুত্ব দিতে চায় না সেটা আলাদা বিষয়। তবে এটা পরিষ্কার লক্ষ্যণীয় যে সকলেই বুঝতে পারছে ট্রফি জেতার সবচেয়ে দাবিদার মেন ইন ব্লু’ই। এবার প্রশ্ন উঠতেই পারে, সেই কারণেই কি তাদের সাফল্যকে ছোট করে দেখার একটা চেষ্টা শুরু হল? উত্তর দেবে সময়।