Rhino census: কুনকি হাতির পিঠে চড়ে গণ্ডার শুমারি!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুই দিনের প্রশিক্ষণ শিবিরের পর,গরুমারা জাতীয় উদ্যানে (Gorumara National Park)শুরু হয়েছে গন্ডার শুমারি (Rhino census)। আজ থেকে দুই দিনব্যাপী এই শুমারি চলবে। বুধবার সকাল ৬ টা নাগাদ বনকর্মীরা (Forester) কুনকি হাতির পিঠে চড়ে গরুমারা জঙ্গলের অভ্যন্তরে গন্ডার শুমারি (Rhino census) কার্যক্রম শুরু করেন। গরুমারা জঙ্গলের (Gorumara National Park) মেদলা ক্যাম্পে (Medla Camp) অনুষ্ঠিত শুমারি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরুমারা (Gorumara National Park) বন্যপ্রাণ বিভাগের ডিএফ দ্বিজপ্রতিম সেন, সহকারি বন আধিকারিক নিমা সেরপা এবং গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস। বনকর্মীদের (Forester) পাশাপাশি ডুয়ার্সের (Dooars) বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের (Environmental organization) সদস্যরাও এই শুমারিতে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন:Holi Special Train: দোল উৎসবে দক্ষিণ-পূর্ব রেলের স্পেশাল ট্রেন!

গণ্ডার শুমারির (Rhino census) কাজে কুনকি হাতির পাশাপাশি ট্র্যাপ ক্যামেরাও (Trap camera) ব্যবহার করা হচ্ছে, গত ২০২২ সালে শেষ বার গণ্ডার শুমারি (Rhino census) অনুষ্ঠিত হয়েছিল। এই সময় গরুমারায় মোট ৫৫ টি গন্ডারের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তবে বন দফতর আশাবাদী যে, এই বছরের শুমারিতে গন্ডারের (Rhinoceros) সংখ্যা বৃদ্ধি পাবে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, প্রায় ১৮ টি কুনকি হাতি শুমারি কাজে নিযুক্ত করা হয়েছে এবং ১৮০ জন বনকর্মী এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। শুমারি সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত চলবে এবং এই সময়ে গরুমারা জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ থাকবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই শুমারির ফলাফল বিশ্লেষণ করার পর, গরুমারা জাতীয় উদ্যানের (Gorumara National Park) গন্ডারের সংখ্যা জানা যাবে। বনদফতর আশা করছে, গন্ডারের সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটা বেড়ে যাবে। গন্ডার শুমারি (Rhino census) সংরক্ষণে গুরুত্বপূর্ণ (Important) ভূমিকা পালন করে এবং এটি গরুমারা বনাঞ্চলের জীব বৈচিত্র (Biodiversity) ও পরিবেশগত পরিস্থিতি মূল্যায়নে সহায়ক হবে।

আরও পড়ুন:Kedarnath Ropeway: ট্রেকিং নয়, এবার রোপওয়েতেই কেদারনাথ!