নিউজ পোল ব্যুরো: টেকনাফ সীমান্তে (Teknaf Border)নাফ নদীর পর এবার বঙ্গোপসাগরে (Bay of Bengal) বাংলাদেশের (Bangladesh) জলসীমায় মায়ানমারের (Myanmar) একটি নতুন হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগে বিদ্রোহী গোষ্ঠী (Rebel group) আরাকান আর্মির (Arakan Army) কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠেছিল, এবার অভিযোগ মায়ানমার সেনাবাহিনীর (Myanmar Army) নৌসেনার বিরুদ্ধে।
আরও পড়ুন:Golden Passport Sale: নাগরিকত্ব কিনলেই ৮৯ দেশে ভিসামুক্ত প্রবেশ
সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে (Bay of Bengal) মাছ ধরার সময় মায়ানমারের নওশেনা ছটি ট্রলার Trawler সহ ৫৬ জন বাংলাদেশ (Bangladesh) জেলেকে অপহরণ করেছে। সূত্রের খবর, সেন্ট মার্টিনের (Saint Martin) ১০ থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে এই অপহরণের ঘটনা ঘটে। শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সভাপতি বসির আহমেদ জানান, সাগরে ফিরে আসা অন্য মৎস্য জেলেদের মাধ্যমে তারা এই ঘটনার খবর পেয়েছেন। এরপর বিজিবি ও উপকূলরক্ষী বাহিনীকে অবহিত করা হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এর আগে, গতমাসে কক্সবাজারের (Cox’s Bazar) টেকনাফ সীমান্তে (Teknaf border) মায়ানমারের (Myanmar) আরাকান আর্মি (Arakan Army) তিন দফায় ২৯ জন বাংলাদেশী (Bangladesh) মৎস্যজীবীকে (Fisherman) অপহরণ করেছিল। প্রথমে শাহপরীর দ্বীপ ঘোলারচর, পরে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস (Muhammad Yunus)। তিনি আলোচনার মাধ্যমে ওই মৎস্যজীবীদের ফেরত আনে। গত ডিসেম্বরে (December) ইউনূসের রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জানিয়েছিলেন, মায়ানমারে (Myanmar) চলমান গৃহযুদ্ধে দেশটির সেনা শক্তির পাশাপাশি সীমান্ত এলাকায় আরাকান আর্মির (Arakan Army) সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে ঢাকা।
আরও পড়ুন:Trump and Putin: আরও কাছাকাছি আমেরিকা-রাশিয়া, ট্রাম্পকে ঢালাও প্রশংসা পুতিনের
আরও পড়ুন:Trump Vs Zelenskyy: বৈরীতা ভুলে কাছাকাছি আমেরিকা-রাশিয়া? ফুঁসছে ইউক্রেন