IAF: প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান

দেশ

নিউজ পোল ব্যুরোঃ দৈনন্দিন প্রশিক্ষণের সময় ছন্দ পতন। নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় আম্বালায় ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর (IAF) একটি জাগুয়ার বিমান(fighter jet )। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ বিমান ভেঙে পড়ার এই খবর নিশ্চিত করা হয়েছে।

আইএএফ (IAF) জানিয়েছে সৌভাগ্যবসত জাগুয়ার বিমানের পাইলট নিরাপদে রয়েছেন। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। বিমানটি মাটিটে আছাড় খেয়ে পড়ার সময়ে তিনি সেখান থেকে নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “আইএএফের একটি জাগুয়ার বিমান আজ নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় আম্বালায় ভেঙে পড়ে সিস্টেমের ত্রুটির কারণে। পাইলট বিমানটি মাটিতে পড়ার পর সেখান থেকে দূরে সরিয়ে নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য আইএএফ একটি তদন্তের নির্দেশ দিয়েছে।” বিমানটি আম্বালা বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণ অভিযানে জন্য রওনা হয়েছিল।

আরও পড়ুনঃ Epic Number: এপিক নম্বর বিতর্কে তৃণমূলের জয়, বড় ঘোষণা নির্বাচন কমিশনের


একজন পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাইলট বিমানটিকে নীচে থাকা কোনও জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন যার কারণে কারও কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পঞ্চকুলা জেলার রায়পুরানি এসএইচও বলেছেন, “পাঁচকুলা জেলার পাহাড়ি অঞ্চলে ভারতীয় বিমানবাহিনীর (IAF) বিমানটি বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।” হরিয়ানার ডেপুটি পুলিশ কমিশনার হিমাদ্রি কৌশিক জানিয়েছেন যে পঞ্চকুলা জেলার রায়পুরানি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। পাইলটকে উদ্ধার করে হাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/