নিউজ পোল ব্যুরো: দুজনেই তারকা। একজন ভারতের (Indian Football Team) আর আরেকজন ব্রাজিলের (Brazil National Football Team)। কিন্তু দুজনের মধ্যে মিল কোথায়? দুজনেই ফুটবল (Football) পায়ে জাদু দেখাতে পটু। আর সবথেকে বড় মিল বোধহয় দুজনেই একইদিনে জাতীয় দলে ফিরলেন। একজন অবসর ভেঙে এবং অন্যজন চোট সারিয়ে। বৃহস্পতিবার বিশ্ব ফুটবল (World Football) জুড়ে যেন শুধুই ফিরে আসার গান। একদিকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক (Indian Captain), ভারতীয় ফুটবলের দ্য লিডার, দ্য ক্যাপ্টেন, দ্য লিজেন্ড সুনীল ছেত্রী (Sunil Chhetri) অবসরের ৯ মাস পর আবারও জাতীয় দলের জার্সিটা গায়ে চাপিয়ে নিলেন। অন্যদিকে চোটের কারণে প্রায় ১৮ মাস পর আবারও ব্রাজিল দলে ফিরলেন নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র (Neymar Jr)।
আরও পড়ুন: Sunil Chhetri: সুনীলের প্রত্যাবর্তন
আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের জন্য সেলেকাও কোচ ডোরিভাল জুনিয়র (Dorival Jr) ব্রাজিলিয়ান তারকা নেইমারকে (Neymar Jr) জাতীয় দলে ফিরিয়ে এনেছেন। ২০২৩ সালের অক্টোবরে শেষবার তিনি ব্রাজিলের হয়ে খেলেছিলেন। সেই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ০-২ গোলে হেরে যায় ব্রাজিল এবং চোট পেয়ে মাঠ ছাড়েন তারকা ফুটবলার। বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার ১০ টি দেশের মধ্যে ১২ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা। বাছাইপর্ব থেকে সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।
আগামী ২১ মার্চ কলম্বিয়ার (Colombia) মুখোমুখি হবেন নেইমাররা (Neymar Jr) এবং ২৬ মার্চ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার (Argentina) বিপক্ষে ম্যাচ রয়েছে তাঁদের। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা বলিভিয়ার (Bolivia) থেকে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন তাঁরা। ফলে এই দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কোচ ডোরিভালের ছেলেদের কাছে। উরুগুয়ের সঙ্গে হাঁটুর চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রায় ১৪ মাসেরও বেশি সময় পর প্রথম গোল করেছেন তিনি। ১৪ মিনিটের মাথায় আগুয়া সান্টার বিরুদ্ধে পেনাল্টি থেকে পুরনো দল স্যান্টোসের হয়ে গোল করে তাদের ৩-১ গোলে জিততে সাহায্য করেন এনজে (NJ)।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
শৈশবের ক্লাব স্যান্টোসে (Santos FC) পুনরায় যোগদানের পর চার ম্যাচে এটি ছিল তাঁর প্রথম গোল। এই নিয়ে স্যান্টোসের হয়ে ২২৯ টি ম্যাচে ১৩৭ টি গোল হয়ে গেল তাঁর। ২০১৩ সালে ছোটবেলার ক্লাব ছেড়ে বার্সেলোনায় (Barcelona) যোগ দিয়েছিলেন নেইমার (Neymar Jr)। বিশ্বফুটবল দেখেছিল মেসি-নেইমার-সুয়ারেজের এক অনবদ্য জুটি। তারপর ২০১৭ সালে প্যারিস সঁ-জাঁ তে যোগ দেন তিনি। ২০২৩ সালে সেখান থেকে পাড়ি দেন সৌদি আরবের আল হিলালে। যদিও তাদের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেন তিনি। তারপরেই চোট। শেষমেশ এই বছর জানুয়ারিতে সৌদি ছেড়ে নিজের ঘরে ফিরে আসেন নেইমার। যোগ দেন স্যান্টোসে। যেখান থেকে ২০০৯ সালে শুরু করেছিলেন ফুটবল জীবন। ২০২৬ বিশ্বকাপেই হলুদ জার্সি গায়ে শেষবার খেলতে দেখা যাবে নেইমারকে। এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।