Guinness Record: চুমু খেয়ে গিনেস বুকে নাম তোলা দম্পতির বিচ্ছেদ

oftbeat আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: অজানাকে জানার, অদেখাকে দেখার ইচ্ছা মানুষের বরাবরের। অনেকের আবার ইচ্ছা থাকে নতুন কিছু রেকর্ড গড়ার। তেমনই এক থাই দম্পতি (Thai Couple) এক্কাচাই এবং লাকসানা তিরানারাত যারা ২০১১ সালে ৫৮ ঘন্টা ৩৫ মিনিটের চুম্বনের(kiss) মাধ্যমে বিশ্ব রেকর্ড (Guinness Record) গড়েছিলেন তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যমে। দীর্ঘতম চুম্বনের জন্য গিনেস ওয়ার্ল্ড বুকে নামও তুলেছিলেন তাঁরা।


এই খবরে মন ভেঙেছে অনেকেরই। কারণ সেই দম্পতির বিচ্ছদের খবর সামনে এসেছে যারা দীর্ঘতম চুম্বনের মাধ্যমে একসময় তাদের অসাধারণ ধৈর্য এবং প্রতিশ্রুতি দিয়ে বিশ্বকে মোহিত করেছিলেন। তাদের এই রেকর্ড ভাঙার কৃতিত্বের জন্য কেবল অটল নিষ্ঠাই নয়, শারীরিক স্থিতিস্থাপকতারও প্রয়োজন ছিল, কারণ তারা পুরো চ্যালেঞ্জের সময় না ঘুমিয়ে একে অপরকে চুম্বনে আবদ্ধ ছিলেন। শুধু তাই নয়, চুম্বনের প্রতিযোগিতা থেকে ওই যুগল জিতেছিলেন থাইল্যান্ডের অঙ্কে ৫০ হাজার টাকা এবং হীরের আংটি। সেই ছবি দেখে অনেকেই তাদের ভালোবাসার প্রতীক করে তুলেছে। তাদেরই এই বিচ্ছেদের ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না। এই দম্পতি ২০১১ সালে থাইল্যান্ডের পাতায়াতে ভ্যালেন্টাইন’স ডে’তে আয়োজিত ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হন।

এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে, বিশ্ব রেকর্ড গড়া (Guinness Record) এই দম্পতি(Thai Couple) তাদের বিচ্ছেদের ঘোষণা করেছেন। যদিও তারা তাদের বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি, তারা জানিয়েছেন যে তারা ধীরে ধীরে আলাদা হয়েছেন। দম্পতি বলেছেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই ব্যক্তিগত পরিবর্তনটি শেয়ার করে নিচ্ছি।” এক্কাচাই একটি পডকাস্টে এটাও বলেছেন, তাদের একসাথে যাত্রা নানা স্মৃতিতে ভরা ছিল, তবে এখন আলাদা দিকে এগিয়ে যাওয়ার সময়। তবে প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাঁরআ পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণভাবে তাদের সন্তানদের মানুষ করার প্রতিশ্রুতি প্রকাশ করেছে। প্রাক্তন দম্পতি যারা এর আগে ২০১১ সালে রেকর্ডটি জিতেছিলেন, তারা ১০০,০০০ থাই বাথ (২৩,৪৬৫ টাকা) এবং ১০০,০০০ বাথ (২,৩৪,৬৫০ টাকা) মূল্যের দুটি হীরার আংটি জিতেছেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/