Nargis Fakhri: ভুল সম্পর্কের দিকে এক পদক্ষেপও নয়!

বিনোদন

নিউজ পোল ব্যুরো: অনেকেই ভুল সম্পর্কে (Wrong relationship) জড়িয়ে পড়ে, আর পরে আফসোস (Regret) করে। কেউ কেউ ভুল বোঝেন সম্পর্কে (Relationship Tips) তিক্ততা (Bitterness) বা ভাঙ্গনের পর। আবার কেউ তো সম্পর্কের (Relationship) গভীরে চলে যাওয়ার পরও তা বুঝতে পারেন না। অভিনেত্রী নার্গিস ফকরি (Nargis Fakhri) মনে করেন যদি আগে থেকেই সতর্ক (Be careful) থাকা যায় তবে সম্পর্কের মধ্যে কোন তিক্ততা (Bitterness) বা ভাঙ্গন আসার আগে সেই সমস্যা এড়ানো সম্ভব। তবে কথায় সতর্ক থাকা সহজ হলেও বাস্তবে সতর্ক হওয়া ততটা সহজ নয়।

আরও পড়ুন:http://Abhishek Bachhan: অমিতাভের প্রশংসায় অভিষেক

অনেক সময় সতর্কতার কথা জানলেও মানসিক নির্ভরতার (Psychological dependence) কারণে কেউ সেটা মেনে নিতে চান না। নার্গিসের (Nargis Fakhri) মতে কিছু কিছু লক্ষণ খুবই স্পষ্ট থাকে যেগুলো যদি লক্ষ্য করা হয় তাহলে সম্পর্কের (Relationship Tips) পরিস্থিতি (Relationship situation) বুঝে নিজের সিদ্ধান্ত (Decision) নেওয়া সহজ হয়।

সতর্ক হওয়ার জন্য যে লক্ষণ গুলো খেয়াল (Attention) করা উচিত:
নার্গিস (Nargis Fakhri) তার অভিজ্ঞতার (Experience) ভিত্তিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করেছেন। প্রথমত, সম্পর্কে সত্যতা বোঝা যায় সঙ্গীর চেষ্টার মাধ্যমে। নার্গিস (Nargis Fakhri) বিশ্বাস করেন একজন প্রকৃত সঙ্গী তার সম্পর্ককে ধরে রাখতে সংগীত জন্য কিছু করার জন্য প্রস্তুত থাকবে। যদি সঙ্গী তার পক্ষ থেকে কোন প্রয়াস না দেখান, তবে বুঝতে হবে সম্পর্কটা হয়তো একতরফা এবং সেই সম্পর্ক (Relationship Tips) থেকে বেরিয়ে আসা উচিত।

দ্বিতীয়ত, সম্পর্কের গুরুত্ব বোঝা যায় সঙ্গীর আচরণ (Partner behavior) থেকেই যদি সঙ্গীত আর বন্ধু-বান্ধবের (Friends)সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেয় এবং সেই পরিচয় আন্তরিকতার সঙ্গে দেয় তবে এটি একটি ইতিবাচক লক্ষণ (Positive signs)। তবে যদি সেই পরিচয় বিনয়ের সাথে না হয় বা সঙ্গী আপনাকে সম্মানজনক (Honorable) ভাবে পরিচয় না করিয়ে দেয় তবে সাবধান হওয়া উচিত।

আরও পড়ুন:Bipasha Basu: বলিউড থেকে কেন হারিয়ে গেলেন বিপাশা বসু?

মনোবিজ্ঞানের (Psychologist) মতামত:
মুম্বাইয়ের (Mumbai) মনোবিজ্ঞানী সোনাল নার্গিসের (Nargis Fakhri) সঙ্গে একমত। তিনি বলেন যদি সঙ্গী আপনার প্রতি প্রকৃত আগ্রহী হন এবং ভবিষ্যতে আপনার সঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা করেন তবে তিনি সম্পর্কের উন্নতি (Relationship improvement) এবং গভীরতা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন। সম্পর্কের (Relationship Tips) জন্য ছোট ছোট বিষয় যেমন সময় দেওয়া সমঝোতা করা এবং একে অপরকে ভবিষ্যৎ পরিকল্পনায় (Plan) অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। তবে তিনি আরো বলেন কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোন পক্ষই পাকাপাকি সম্পর্ক স্থাপনে আগ্রহী নয় সে ক্ষেত্রে এইসব লক্ষণ ঠিক কাজ করবে না।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

অতএব সম্পর্কের মধ্যে সতর্কতা এবং সচেতনতা খুবই জরুরী যদি সঙ্গী আপনার প্রতি আন্তরিক না হন বা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চেষ্টার অভাব থাকে তবে বুঝে নিন সময় এসেছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার