Fake Recruitment: সরকারি চাকরির নামে প্রতারণা!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি একটি ভুয়ো নিয়োগ (FakeRecruitment) বিজ্ঞপ্তি (Advertisement) সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদপত্রে ছড়িয়ে পড়েছে, যেখানে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনের (National Backward Classes Finance and Development Mission) অধীনে নাকি প্রায় ৯ হাজার ৮৫০ জনকে বিভিন্ন পদে নিয়োগের কথা বলা হয়েছে(Fake Recruitment)। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগের জন্য ১০টি পদ এবং সংশ্লিষ্ট পদে মাইনের পরিমাণও জানানো হয়। এছাড়া, আবেদন প্রক্রিয়া এবং প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতার বিষয়ও পরিষ্কারভাবে উল্লেখ ওই বিজ্ঞপ্তিতে (Advertisement) ।

আরও পড়ুন:- Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া নির্দেশে বিতর্ক

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনের (National Backward Classes Finance and Development Mission) পক্ষ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশের কথা অস্বীকার করা হয়েছে। সরকারি সাইটের মতো দেখতে একটি ক্লোন সাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়। রাজ্যের প্রাক্তন WBCS অফিসার কৌশিক গোস্বামী এই বিষয়ে জানান, ‘বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো (FakeRecruitment)। এটি অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।’ তিনি সাধারণ জনগণকে পরামর্শ দেন, যেকোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি (Government Job Notification) যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় এবং অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) ছাড়া অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করা উচিত নয়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে এই ধরনের ভুয়ো নিয়োগ সংক্রান্ত প্রতারণা(Fake Recruitment) থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে—
১) সরকারি ওয়েবসাইট যাচাই করুন: কোনো চাকরির বিজ্ঞপ্তি দেখলে প্রথমেই সরকারি ওয়েবসাইট (Government Website) থেকে এর সত্যতা যাচাই করুন।
২) অবিশ্বাস্য অফারে সতর্ক থাকুন: অস্বাভাবিক উচ্চ বেতনের (Unrealistic Salary) চাকরির প্রস্তাব পেলে সন্দেহ করুন।
৩) নগদ টাকা বা ফি প্রদান করবেন না: অনেক ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি (Registration Fee) বা অন্যান্য চার্জ দাবি করে, যা আসলে প্রতারণা।
৪) সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন: কোনো অজানা ওয়েবসাইট বা লিংকে (Suspicious Links) ক্লিক করার আগে সতর্ক থাকুন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বর্তমানে চাকরির প্রতিযোগিতা অনেক বেশি হওয়ায় প্রতারকরা (Scammers) এই সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের বিশ্বাসের অপব্যবহার করছে। তাই, ভুয়ো বিজ্ঞপ্তি (FakeRecruitment Advertisement) থেকে সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি (Job Notification) সম্পর্কে নিশ্চিত না হয়ে আবেদন না করাই ভালো। এই ধরনের ভুয়ো বিজ্ঞপ্তির(Fake Recruitment) তথ্য হাতে এলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে (Government Authority) জানানো উচিত, যাতে অন্য কেউ প্রতারিত না হন। চাকরির সন্ধানকারীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা (Public Awareness)। সরকারি চাকরির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন (NBCFDC)-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সরকারি কর্মসংস্থান পোর্টাল (Government Employment Portal) অনুসরণ করুন।