JU Student Protest: যাদবপুরে উত্তাল আন্দোলন!

কলকাতা রাজনীতি রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দীর্ঘ প্রায় আট ঘণ্টা ধরে আলোচনা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত ১১টা ১০ মিনিটে। প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারীরা এই আশ্বাসে সন্তুষ্ট নন। তাঁদের দাবি(JU Student Protest), প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন (protest) চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয় চত্বরে উর্দিধারী ও সাদা পোশাকের পুলিশ (uniformed and plainclothes police) প্রবেশ করায় বৈঠকের আগেই উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনরত পড়ুয়ারা অভিযোগ তোলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ ছাড়া পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না—এটাই প্রচলিত রীতি (convention)। কিন্তু তা লঙ্ঘন করেই পুলিশ ক্যাম্পাসে ঢুকে পড়েছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:- Dual Degree Course: এবার ব্যাচেলর্স ও মাস্টার্স ডিগ্রি একসঙ্গে পড়ার সুযোগ!

বৈঠকে আন্দোলনরত(JU Student Protest) ছাত্রছাত্রীদের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি (demands) জানানো হয়, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—
১) ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election) নিয়ে অবিলম্বে শিক্ষাদপ্তরে (Education Department) চিঠি পাঠানো।
২) পুলিশি হয়রানি (Police Harassment) বন্ধ করা এবং বিনা অনুমতিতে পুলিশ যাতে ক্যাম্পাসে প্রবেশ না করে তা নিশ্চিত করা।
৩) মোবাইল বাজেয়াপ্ত (Seizure of Mobile Phones) করা বন্ধ করা, কারণ অনেক ছাত্রছাত্রীর কাছে ল্যাপটপ নেই, মোবাইলই তাঁদের একমাত্র ডিজিটাল মাধ্যম।
৪) আদালতে (Court) পড়ুয়াদের দাবিগুলো জমা দেওয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে এই বিষয়টি আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কণিষ্ক সরকার (Kanishka Sarkar), সহ-উপাচার্য অমিতাভ দত্ত (Amitava Dutta), এবং ছাত্রকল্যাণ ডিন রজত রায় (Rajat Ray)-সহ প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা পড়ুয়াদের দাবিগুলি শোনেন এবং কিছু বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন:- Jadavpur University: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আহত ইন্দ্রানুজ

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিশেষ করে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের শিক্ষাদপ্তরে চিঠি পাঠানোর বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আন্দোলনরত ছাত্রদের মতে, এই প্রতিশ্রুতি যথেষ্ট নয়, কারণ পূর্বেও এমন আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এই বৈঠকের পরও আন্দোলনকারী পড়ুয়ারা সন্তুষ্ট নন। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র দেবার্ঘ্য যশ (Debarghya Yash) বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাস কেবল কথার কথা। সমস্যার স্থায়ী সমাধানের কোনো দিকনির্দেশনা নেই। তাই সাধারণ ছাত্রদের নিয়ে আগামীকাল সভা(JU Student Protest) করে লাগাতার আন্দোলনের নতুন কর্মসূচি নেওয়া হবে।” এর অর্থ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অস্থিরতা (unrest) আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং প্রশাসনের উপর চাপ আরও বাড়তে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

মঙ্গলবার এই ইস্যুতে আদালতে (court hearing) একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, আন্দোলনরত পড়ুয়াদের লিখিত দাবি আইনজীবীর মাধ্যমে আদালতে পেশ করা হবে। তবে এই আশ্বাস কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ‌যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বরাবরই প্রতিবাদী স্বরূপে পরিচিত। এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে, আগামী দিনে আরও বৃহত্তর ছাত্র আন্দোলনের (student movement) সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং শিক্ষার পরিবেশ ঠিক রাখতে প্রশাসনকে এখন কার্যকরী পদক্ষেপ নিতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে।