Bratya Basu: বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধিতে লাগাম, ঘোষণা শিক্ষামন্ত্রীর

breakingnews রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফে প্রকাশিত হতে চলেছে নতুন বিল, যা বেসরকারি স্কুলগুলির বেতন বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। বর্তমান পরিস্থিতিতে, বেসরকারি স্কুলের বেতন হঠাৎ করে বাড়ানোর কারণে মধ্যবিত্ত অভিভাবকদের নানান সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যার সমাধান করতে এবার শিক্ষা দফতর এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee ) বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Bratya Basu) জানিয়েছেন, এই বিলটি তৈরি করা হচ্ছে মূলত মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের সমস্যা মাথায় রেখে। যেহেতু বেসরকারি স্কুলের মাইনে হঠাৎ করে বাড়ানো হয়, তাই এ ধরনের বর্ধিত বেতনের কারণে অভিভাবকদের আর্থিক চাপ বেড়ে যায়। সেই চাপ কমাতে রাজ্য সরকার এই বিল আনতে চলেছে।

আরও পড়ুনঃ Medical College: মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ, গ্রেফতার ১

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, ‘‘বেসরকারি স্কুলে অনেক সময় হঠাৎ করে বেতন বৃদ্ধি হয়, যা অনেক অভিভাবকের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ে। তাই এই বিষয়টি নিয়ে আমরা একটি বিল প্রস্তাব করছি। প্রাথমিক খসড়া আমরা প্রস্তুত করছি, যাতে সমস্ত অভিভাবক তাদের এক মাসের আয়ের মধ্যে একটি মানানসই বেতন ধরতে পারেন।’’

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই নতুন বিলটির অধীনে, প্রয়োজনে একটি বিশেষ কমিশন গঠনেরও পরিকল্পনা থাকতে পারে, যা বেসরকারি স্কুলের ফি নিয়ে নিয়ম ও নীতি তৈরি করবে। একে “স্বাস্থ্য কমিশনের ধাঁচে” গঠিত হতে পারে, যাতে এটি শিক্ষার্থীদের অভিভাবকদের আর্থিক সমস্যা সমাধান করতে সহায়ক হয়। রাজ্য সরকারের এই পরিকল্পনা বিভিন্ন দিক থেকে প্রভাবিত হবে, বিশেষত বেসরকারি স্কুলগুলির বেতন বৃদ্ধি এবং অভিভাবকদের আর্থিক সামর্থ্যের মধ্যে ভারসাম্য তৈরির জন্য। এটি একদিকে যেমন অভিভাবকদের উপকারে আসবে, তেমনি অন্যদিকে বেসরকারি স্কুলের শিক্ষার মানের উন্নতি এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।