নিউজ পোল ব্যুরো: ভূতুড়ে ভোটার ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনে তৃণমূল-বিজেপি (TMC-BJP)। গোটা রাজ্য তথা দেশজুড়ে এখন বড় ইস্যু ভূতুড়ে ভোটার। যা প্রথম শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। এই ইস্যু নিয়ে সোমবার থেকেই উত্তাল হয়েছে সংসদ। তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। এই ভুয়ো ভোটার কার্ড ইস্যু নিয়ে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল-বিজেপি (TMC-BJP)।
আজ মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে যাচ্ছে TMC-BJP। সূত্রের খবর ডুপ্লিকেট EPIC-এর সংখ্যা জানতে কমিশনের দারস্থ হবে তৃণমূল। ৩ মাসে কীভাবে সমাধান হবে তা জানতে চাইবে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকও করবেন তৃণমূলের সাংসদরা। সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ, সাজদা আহমেদ, অসিত কুমার মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে সহ ১০ সাংসদ। অন্যদিকে তৃণমূলের সদস্যদের আগে বিজেপি নেতারা কমিশনে পৌঁছাবেন বলে খবর।
আরও পড়ুনঃ India-Mauritius Relation: মরিশাসে উষ্ণ অভ্যর্থনা পেলেন মোদী
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই ভূতুড়ে ভোটার নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যের বাসিন্দাদের নাম এরাজ্যের ভোটার তালিকায় উঠে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন। সামনে এসেছেন এপিক নম্বরের কথা। যা নিয়ে বিবৃতি দিয়েছিল কমশন। তার পরেই, কুণাল ঘোষ বলেছিলেন,, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলে প্রমাণিত হল। চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ কন্ট্রোলে নামছে কেন্দ্রের নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক, সেকথা মান্যতা পেল। ” এমনকি কমিশন জানিয়েছে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু ‘৩ মাসের মধ্যে সমাধান’ করা হবে। সেটাই কিভাবে সম্ভব যা জান্তেই আজ মঙ্গলবার কমিশনে যাচ্ছে তৃণমূল।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/