নিউজ পোল ব্যুরো: সংবাদ শিরোনামে যাদবপুর (Jadavpur)। বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের পরে মিছিল, মিটিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা হাই কোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মিছিল, মিটিংয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল হাই কোর্ট।
আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও মিটিং, মিছিলের জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মিটিং, মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে এবার বিচারপতি সেই নিষেধাজ্ঞা তুলে নিলেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে যদি কোনও সংগঠন কোনও কর্মসূচী করে তাহলে তা প্রশাসনকে জানাতে হবে। অনুমতির ব্যাপারে প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে ।
আরও পড়ুনঃ Mamata Banerjee: বিধানসভা থেকে শুভেন্দুকে বেনজির আক্রমণ মমতার
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যাদবপুরের (Jadavpur) ঘটনার রেশ এখনও চলছে। ওই দিন যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিজেপি সুলেখা মোড় থেকে মিছিল করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । তবে সেই মিছিলের অনুমতি দিলেও মিছিলের রুট বদলের কথা জানানো হয় আদালতের পক্ষ থেকে। ওই মিছিলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা ছিল খোদ। রুট বদল হলে শুভেন্দু আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মিছিল কোর্টে পারলে বিজেপি কেন পারবে না। তার পরেই সমস্ত মিটিং-মিছিলেই কলকাতা হাইকোর্ট ১৩ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঘোষ সেই নির্দেশই প্রত্যাহার করলেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/