CPIM:পোস্টার তদন্ত নিয়ে সিপি আই এম নেতাকে থানায় তলব

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ সম্প্রতি পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতি ও শিক্ষাঙ্গনে এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছিল, যেখানে মন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক ছাত্র আহত হন। এই পরিস্থিতিতে, গত ৭ মার্চ শিক্ষামন্ত্রীর বাড়ির কাছেই কালিন্দী এলাকায় (Kalindi area) একাধিক পোস্টার দেখা যায়, যা শিক্ষামন্ত্রীকে ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ হিসেবে চিহ্নিত করেছিল। পোস্টারগুলির মধ্যে লেখা ছিল, “ব্রাত্য বসু ওয়ান্টেড ক্রিমিনাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পলাতক। সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দিন।” এই পোস্টারগুলি সিপিআইএমের (CPIM)) ছাত্র সংগঠন এসএফআই (SFI) এর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ Birbhum News: রাস্তা পেরোনো নিয়ে সংঘর্ষ বীরভূমে

এই পোস্টারের পরিপ্রেক্ষিতে, কালিন্দী এলাকার এক বাসিন্দা শুভঙ্কর মুখোপাধ্যায় (Subhankar Mukhopadhyay) লেকটাউন থানায় (Lake Town Police Station) অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ (CCTV footage) সংগ্রহ করে। এতে তিনজনের ছবি স্পষ্টভাবে ধরা পড়ে, যারা পোস্টার ছড়ানোর সঙ্গে জড়িত ছিল। এরপর পুলিশের তদন্তকারী কর্মকর্তারা সিপিআইএমের উত্তর ২৪ পরগনার জেলা সাধারণ সম্পাদক পলাশ দাস (Palash Das) কে তলব করেন।

এই ঘটনার মাধ্যমে, একদিকে যেমন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির তদন্ত চলছে, তেমনি অন্যদিকে রাজনীতির অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিপিআইএমের (CPIM)) বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠছে, তা রাজনৈতিক চক্রে নতুন আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ তদন্তের পর যদি কোনও বড় ধরনের তথ্য সামনে আসে, তবে আরও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ হতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সিপিআইএমের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ উঠছে, তখন রাজ্য রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে। এখন পুলিশ তদন্তের মাধ্যমে এই ঘটনা কিরূপ আকার ধারন করে, সেটাই দেখার বিষয়।