Election Commission: এবার ভুয়ো ভোটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা!

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটার কার্ডের (Voter Card) এপিক নম্বর (Epic number) নিয়ে সম্প্রতি এক নতুন বিতর্ক (Controversy) সৃষ্টি হয়েছে। একাধিক ভোটারের তথ্য একই এপিক নম্বরে পাওয়া যাচ্ছে, যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই সমস্যা সত্ত্বেও, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার (Fake voter) ও ভিন রাজ্যের ভোটারের ব্যাপারে সুর চড়িয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করেছে। ভোটার কার্ড বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন (Election Commission) একটি বড় নির্দেশিকা জারি করেছে।

এটির মাধ্যমে ভোটার তালিকার সঙ্গে আধার নম্বর (Aadhaar number) সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের (Election officer) বলা হয়েছে যে, তাদের উচিত সর্বোচ্চ চেষ্টা করা, যাতে ভোটার তালিকার সঙ্গে আধার এবং মোবাইল নম্বর (Mobile number) সংযুক্ত থাকে।

আরও পড়ুন:Medical College: শিক্ষাঙ্গনে ক্রিকেট বিতর্ক!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, “ভোটারদের সঠিকভাবে শনাক্ত করতে, আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করার বিষয়ে পূর্ণ প্রচেষ্টা করতে হবে।” এছাড়া, জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন (Registration) অনুযায়ী ভোটার তালিকা নিয়মিতভাবে আপডেট (Update) করার নির্দেশও দেওয়া হয়েছে। বুথ স্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে জরিপ করে ১৮ বছর বা তার বেশি বয়সের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন।

এছাড়া, নির্বাচন কমিশন (Election Commission) বলেছে যে, আধার লিঙ্কিং (Aadhaar link) আগেআগে বাধ্যতামূলক ছিল না, তবে আইনমন্ত্রী কিরণ রিজিজু সংসদে জানিয়েছেন যে, রেজিস্ট্রেশন অব ইলেকটরস (অ্যামেন্ডমেন্ট) এক্টের ২৬বি ধারা অনুযায়ী, কেউ ইচ্ছা করলে ভোটার তালিকায় আধার নম্বর সংযুক্ত করতে পারবে।

আরও পড়ুন: Bongaon: কাকাকে পিটিয়ে খুন, গ্রেফতার ভাইপো-বউদি

এই নতুন নির্দেশনা এবং আধার নম্বর লিঙ্কিংয়ের মাধ্যমে, নির্বাচন কমিশন আশা করছে যে ভোটারদের সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হবে এবং ভুয়ো ভোটারের সংখ্যা কমানো যাবে। এই পদক্ষেপটি আরও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/