Herbal Abir: পলাশী প্রাথমিক বিদ্যালয়ে ভেষজ আবির দিয়ে বসন্ত উদযাপন

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এক বিশেষ ধরনের বসন্ত উৎসবের (Spring Festival) আয়োজন এবার পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার পলাশী প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে তারা শাক-সবজি (Vegetables) এবং ফুলের রস (Flower juice) দিয়ে তৈরি করেছে ভেষজ আবির। প্রতিবছরের মতো এবছরও তারা এই উদ্যোগ গ্রহণ করেছিল, যা শুধু তাদের পরিবেশ সচেতনতা (Environmental awareness) বাড়ানোর জন্যই ছিল না, বরং প্রাকৃতিক উপাদান (Natural ingredients) দিয়ে নিজেদের হাতে তৈরি আবিরে (Herbal Abir) রঙিন হয়ে উঠল বিদ্যালয়ের পরিবেশ।

আরও পড়ুন:Herbal Abir: দোলের আগে নয়া প্রয়াস পুরসভার

বসন্তের এই আনন্দমুখর দিনে কচিকাঁচারা পালং শাক, ধনেপাতা, বিট, গাজর, হলুদ, পুঁইয়ের পাকা বীজ, গাঁদা ফুল এবং অপরাজিতা ফুলের রস ব্যবহার করে আ্যরারুট মিশিয়ে প্রস্তুত করল ঘরোয়া পদ্ধতিতে ভেষজ আবির (Herbal Abir)। তারা একে অপরকে রাঙিয়ে তুলতে মেতে উঠল এবং আনন্দের সঙ্গে ঘুরতে শুরু করল। শুধু আবির খেলা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের (Cultural events) মাধ্যমে তারা বসন্তের আনন্দ এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে (Spiritual tradition) উদযাপন করল। ছোট ছোট হাতে তৈরি আবির আর সুরের মূর্চনা, আর নৃত্য পরিবেশন—সবকিছু মিলিয়ে এদিনটি হয়ে উঠল এক অসাধারণ উৎসব।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বিদ্যালয়ের শিক্ষক মহাশয় জানান, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের বোঝাতে চাই যে, প্রকৃতি আমাদের বন্ধু।’ শিশুদের কাছে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিবেশবান্ধব উৎসবের (Eco-friendly festival) মাধ্যমে তারা শিখতে পারছে কিভাবে আমাদের প্রকৃতিকে রক্ষা করা যায়। এই পদ্ধতিতে বসন্ত উৎসব পালন করা শুধু শিশুদের আনন্দ দেয় না, বরং তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তোলে।

আরও পড়ুন:Starlink India Approval: সরকারি অনুমোদনের অপেক্ষায় স্টারলিঙ্ক

এই ভেষজ আবির (Herbal Abir) দিয়ে বসন্ত উৎসবের আয়োজন শুধুমাত্র একটি আনন্দমুখর দিন নয়, বরং এটি একটি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করার এক অপূর্ব সুযোগ ছিল।