Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর!

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর! এবার জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে (Joka-Esplanade Metro Corridor) আরও দুটি নতুন স্টেশন সংযোজনের অনুমোদন দিল রেল মন্ত্রক। এতদিন এই রুটের দুই প্রান্তে ছিল জোকা (Joka) এবং এসপ্ল্যানেড (Esplanade) স্টেশন। কিন্তু এবার রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited) সিদ্ধান্ত নিয়েছে, জোকার পরে যেখানে এই মেট্রো রুটের ডিপো (Metro Depot) অবস্থিত, সেখানেই তৈরি করা হবে একটি নতুন স্টেশন, যার নাম হবে আইআইএম জোকা (IIM Joka) স্টেশন। অন্যদিকে, এসপ্ল্যানেড স্টেশন অতিক্রম করে ইডেন গার্ডেন (Eden Gardens) স্টেশন তৈরি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা প্রিন্সেপ ঘাট (Prinsep Ghat) সার্কুলার রেল স্টেশনের সংলগ্ন এলাকায় গড়ে উঠবে।

আরও পড়ুনঃ Holi: হোলির আগে বড়সড় পুলিশি অভিযান! গ্রেফতার প্রায় ৬০০

মেট্রো রেল কর্তৃপক্ষের (Metro Railway Authority) মতে, দক্ষিণ ২৪ পরগনা থেকে কলকাতার মূল শহরে যাতায়াত আরও সহজ করতে এবং নৈনান (Nainan), বিষ্ণুপুর (Bishnupur) প্রভৃতি এলাকার মানুষদের সুবিধার্থে আইআইএম জোকা স্টেশন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে, বাবুঘাট (Babu Ghat) সংলগ্ন এলাকায় যাত্রীদের আরও বেশি সুবিধা দিতেই ইডেন গার্ডেন স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kolkata Metro

বর্তমানে এই করিডরের শুধুমাত্র জোকা থেকে মাঝেরহাট (Majerhat) পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা চালু রয়েছে। তবে যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ায় প্রতি ৫০ মিনিট অন্তর একটি করে মেট্রো ট্রেন চালানো হয়। তবে মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী, পুরো করিডরের পরিষেবা এসপ্ল্যানেড পর্যন্ত সম্প্রসারিত হলে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

নতুন স্টেশন যুক্ত হওয়ার পরে ফলে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মোট দৈর্ঘ্য ১৪.১ কিলোমিটার থেকে বাড়িয়ে ১৮ কিলোমিটার করা হচ্ছে। এই নতুন স্টেশনগুলি চালু হলে দক্ষিণ কলকাতা ও শহরতলির মানুষদের জন্য যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ হয়ে উঠবে। মেট্রো প্রকল্পের (Kolkata Metro Project) কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, এবং আশা করা হচ্ছে শীঘ্রই এই নতুন পরিষেবা চালু হবে।