Gas Tanker Crash: ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির সজোরে সংঘর্ষ,নিহত ৭

দেশ

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhyapradesh) একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় গ্যাস ট্যাঙ্কারের (Gas Tanker Crash) সঙ্গে পরপর দুটি চার চাকার গাড়ির সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন:Suvendu Adhikari on Bangladesh: পশ্চিমবঙ্গে রয়েছে বাংলাদেশি জঙ্গি ভোটার

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ বদনাওয়ার-উজ্জয়িনী জাতীয় সড়কে (National Highway) এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটির কাছেই বামনসুতা গ্রামে একটি গ্যাস ট্যাঙ্কার (Gas Tanker Crash) নিয়ন্ত্রণ হারিয়ে দুটি চার চাকার গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে। এর ফলে গাড়ি দুটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। প্রথমে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়ার পথে আরও তিনজন মারা যান।

ধারের পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ছিল ট্যাঙ্কারটির (Gas Tanker Crash) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকে চলে আসা। তবে মৃতদের নাম-পরিচয় (Name and Identity) এখনও জানা যায়নি, তবে পুলিশ জানিয়েছে তাঁরা রাতলাম, মন্দসৌর এবং রাজস্থানের (Rajasthan) যোধপুর এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ট্যাঙ্কারের চালক। তার খোঁজে অভিযান চলছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ (Rescue work) শুরু করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং নিহতদের দেহ ময়নাতদন্তের (Autopsy) জন্য প্রেরণ করে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বাড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এর ফলে রাস্তার নিরাপত্তা ব্যবস্থা (Security measures) নিয়ে আবারও প্রশ্ন উঠেছে, এবং তা পুনরায় পর্যালোচনা করার দাবি উঠেছে।

আরও পড়ুন:Ajit Doval: বিশ্বের শীর্ষ গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা