নিউজ পোল ব্যুরো: ২০২৫-’২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের (HS 2025) পাঠ্যক্রমে পাঁচটি নতুন বিষয় যোগ করা হয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি (Increase efficiency) ও আধুনিক শিক্ষার (Modern education) প্রতি আগ্রহ তৈরি করবে। নতুন এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়গুলি হল: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস। এসব বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণির (HS 2025) শিক্ষার্থীদের জন্য চারটি সেমিস্টারে (Semester) পড়ানো হবে।
আরও পড়ুন:Pakistan Train Hijack: বাঁচানো গেল না আধিকারিকদের, ৩০ জন বিদ্রোহীকে খতম করে শেষ অভিযান
এই পাঁচটি বিষয়কে সঠিকভাবে শেখানোর জন্য পাঠ্যক্রমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন (Important changes) আনা হয়েছে, যাতে তা সময়োপযোগী ও সহজ হয়। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বিষয়গুলি সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন না হন। এছাড়া, প্রতিটি বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical exam) ও প্রজেক্ট ওয়ার্কের (Project work) জন্য কী কী বিষয় শেখানো হবে এবং তার জন্য কত নম্বর বরাদ্দ করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক (HS 2025) শিক্ষা সাংসদ (MP for Higher Secondary Education) জানায়, বিষয়গুলির পঠনপাঠন কার্যকরভাবে বাস্তবায়িত করতে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুল স্তরে এসব নতুন বিষয়গুলো উন্নতমানের পাঠ্যক্রমের অধীনে শেখানো হবে, এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ ও পদ্ধতির উন্নয়ন গুরুত্বপূর্ণ।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এছাড়া, কিছু বিষয় যেমন, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, শুধুমাত্র বায়োলজিক্যাল সায়েন্সের স্থায়ী শিক্ষকরা পড়াতে পারবেন, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্সের মতো বিষয়গুলো কম্পিউটার সায়েন্স ও ম্যাথমেটিক্সের শিক্ষকরা পড়াতে পারবেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ (Future) উন্নতির জন্য এই নতুন বিষয়গুলির অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন:Today Weather: সূর্যের উত্তাপে দগ্ধ বাংলা! মার্চেই কেন এত ভয়ানক গরম?