Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে লালবাজারে প্রদেশ কংগ্রেস

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’ মন্তব্যে রাজ্যজুড়ে ঝড় উঠেছে। তৈরি হয়েছে নানা বিতর্ক। এই নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নাম না করে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ‘ক্ষমতায় আসার পর মুসলিম বিধায়কদের চেয়ার থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলব’। সেই মন্তব্যের কারণেই এবার প্রদেশ কংগ্রেস (Pradesh Congress) শুভেন্দুর বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানাল।

প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক সুমন রায়চৌধুরী শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন। সংবিধানের অপমানের অভিযোগ আনা হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। শুধু লালবাজার নয় বিধানসভায় বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জাতীয় কংগ্রেস। রাজারহাট গোপালপুর টাউন কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট সমীর রায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন বৃহস্পতিবার দুপুরে। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রীতিমত হুঁশিয়ারির সুরে বলেন, “এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে।” এরপরই দিল্লিতে আম আদমি পার্টির হারের প্রসঙ্গ টেনে বলেন, “এরকম ঔদ্ধত্য দিল্লিতে কেজরিওয়াল দেখিয়েছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। আগামী বছর বাংলাতেও তাই হবে। ওদের দল থেকে যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের ‘চ্যাংদোলা’ করে রাস্তায় ছুঁড়ে ফেলব।” সংখ্যালঘুদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার জেরে উত্তাল গোটা বাংলা। এদিনই বিধানসভার বাইরে শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর। এবার বিরোধী দলনেতাকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)।

আরও পড়ুনঃ http://Suvendu Adhikari: “শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেব”

এই মন্তব্যের পর সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর শুভেন্দুর উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জের সুরে বলেছেন, “এখন আপনি হিন্দু হিন্দু করছেন। আমি হুমায়ুন কবীর মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করে বলছি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক বিধানসভার ভিতরে আপনার যে ঘর আছে তার বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবিলা করবেন। হয় প্রত্যাহার করুন এ কথা, নাহলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আমরা বুঝে নেব।” তারপরেই রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রীমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেব।” আর তৃণমূলের পর এবার আসরে নেমেছে কংগ্রেসও

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/