নিউজ পোল ব্যুরো: বসন্তের মাঝেই দক্ষিণবঙ্গে (South Bengal) গরমের দাপট বাড়তে শুরু করেছে। প্রখর রোদ, উষ্ণ বাতাস এবং শুষ্ক আবহাওয়া মানুষের দৈনন্দিন জীবনকে বেশ কঠিন করে তুলেছে। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী(Today Weather), যা আগামী দিনগুলোতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষত দোল উৎসবের দিন গরম আরও চরমে উঠতে পারে, সঙ্গে থাকতে পারে লু-এর মতো গরম বাতাস। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, এই মার্চ মাসেই দেশের চারটি রাজ্যে তাপপ্রবাহ (Heat Wave) হতে পারে। রাজস্থান, গুজরাট এবং পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটের (Gujarat) ভুজ শহরের তাপমাত্রা ইতিমধ্যেই ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। গান্ধীনগর ও আমেদাবাদেও (Ahmedabad) পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।
আরও পড়ুন:- Weather Forecast Bengal: বসন্তেই গ্রীষ্মের অনুভূতি দক্ষিণবঙ্গে
সোমবার মৌসম ভবনের (Mausam Bhavan) তরফ থেকে গুজরাটের একাধিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গান্ধীনগর, আমেদাবাদ, রাজকোট, কচ্ছ ও সুরেন্দ্রনগরে কমলা সতর্কতা (Orange Alert) দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা ক্রমশ বাড়ছে (Today Weather)। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ, আর কিছু জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতার (Kolkata) তাপমাত্রাও ৩৫ ডিগ্রির কাছাকাছি যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সম্পূর্ণ আবহাওয়া শুষ্ক (Dry Weather) থাকবে। ফলে দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হবে। বিশেষত দোলের দিন (Holi 2024) দুপুরের পর থেকে তীব্র গরম পড়তে পারে এবং লু-এর মতো গরম বাতাস বইতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
যদিও দক্ষিণবঙ্গে (South Bengal) গরম বাড়বে, উত্তরবঙ্গে (North Bengal) কিছুটা স্বস্তি মিলতে পারে। আজ বৃহস্পতিবার, দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur), কোচবিহার (Cooch Behar) এবং আলিপুরদুয়ারের (Alipurduar) কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে (Today Weather)। ১৪ মার্চ, দোল উৎসবের দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ভিজতে পারে। আবহাওয়া দফতর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে।