নিউজ পোল ব্যুরো: গত মাসে, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস (Antonio Guterres) বাংলাদেশে রোহিঙ্গা সংকটের (Rohingya crisis) সমাধান নিয়ে দেশটির অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে (Muhammad Yunus) একটি চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি দেন যে, রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের (Bangladesh) পাশে থাকবে। সেই প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যে গুতেরেস নিজে বাংলাদেশ (Bangladesh) সফরে আসছেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনের এই সফরে তিনি ঢাকায় সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থী সংকট সম্পর্কে সরেজমিনে জানবেন।
শুক্রবার, গুতেরেস Guterres ও ইউনূস (Yunus) কক্সবাজারে (Cox’s Bazar) রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে রমজানের ইফতারে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন:Digha Jagannath Temple: পর্যটনে নতুন দিগন্ত, উদ্বোধনে দিঘার জগন্নাথ মন্দির
২০১৭ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে, গুতেরেস ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (High Commissioner) হিসেবে কাজ করেছেন। তাই রোহিঙ্গা সংকট এবং এর জটিলতার বিষয়ে তাঁর আগে থেকেই গভীর অবহিত। গুতেরেসের এই সফর, বিশেষ করে বাংলাদেশে (Bangladesh) রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে, গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে এই সংকটের সমাধানে বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হতে পারে, বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং মায়ানমারের (Myanmar) রাজনৈতিক সঙ্কটের (Political crisis) স্থায়ী সমাধান করতে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
গুতেরেস ইতোমধ্যে ইউনূসকে চিঠি লিখে জানিয়েছেন যে, রোহিঙ্গাদের মায়ানমারে (Myanmar) ফেরত পাঠানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে রাষ্ট্রপুঞ্জ সক্রিয়ভাবে কাজ করছে। এ ছাড়া, মায়ানমারের চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটকে রাষ্ট্রপুঞ্জ অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করছে। তার এই সফর রোহিঙ্গাদের পরিস্থিতি সমাধানে আন্তর্জাতিক সমর্থন অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।