নিউজ পোল ব্যুরো: গ্রিন কার্ড (Green Card) থাকলেই যে কেউ আমেরিকায় (America) স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস করতে পারবেন, এমন ধারণা যে সঠিক নয়, তা সম্প্রতি আমেরিকার (America) ভাইস প্রেসিডেন্ট (Vice President) জেডি ভ্যান্সের মন্তব্যে স্পষ্ট হয়েছে। তিনি জানান, ‘‘একজন গ্রিন কার্ডধারী ব্যক্তির আমেরিকায় অনির্দিষ্টকাল অবস্থান করার অধিকার নেই।’’ এই মন্তব্যের মাধ্যমে তিনি গ্রিন কার্ডের (Green card) বর্তমান ব্যবস্থার পরিবর্তন এবং তার ভবিষ্যত (Future) নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:Kolkata Scam News: অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে প্রতারিত দম্পতি!
এমন একটি পরিস্থিতিতে, যেখানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গ্রিন কার্ড সম্পর্কিত নতুন একটি পরিকল্পনা (Planning) নিয়ে আলোচনা করেছেন, তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, আমেরিকায় (America) একটি ‘গোল্ড কার্ড’ (Gold card) চালু করার কথা বলা হয়, যার মাধ্যমে অভিবাসী-নাগরিকরা নতুনভাবে আমেরিকায় আসতে পারবেন। এই গোল্ড কার্ডধারী ব্যক্তিরা আমেরিকায় বিনিয়োগ (Investment) করবেন, অর্থ ব্যয় করবেন এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন। এটি, তার মতে, দেশের অর্থনৈতিক উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তবে, গোল্ড কার্ড পেতে চাইলে প্রার্থীদের পাঁচ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা) পরিশোধ করতে হবে, যা নাগরিকত্বের (Citizenship) নতুন পথ খুলে দেবে।
আরও পড়ুন:Noida: প্রেমের ভয়ংকর পরিণতি, নৃশংস হত্যার শিকার নববধূ
এমন পরিস্থিতিতে, ট্রাম্প প্রশাসন (Trump administration) অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। তার বক্তব্যে রয়েছে, ‘‘আমরা ইতিমধ্যেই গোল্ড কার্ড (Gold Card) বিক্রির পরিকল্পনা করছি, যা গ্রিন কার্ডের সুযোগও তৈরি করবে।’’ এ ধরনের পদক্ষেপ ইবি-৫ প্রোগ্রামের উপর প্রভাব ফেলতে পারে, যেখানে অভিবাসী বিনিয়োগকারীরা গ্রিন কার্ডের (Green Card) মাধ্যমে আমেরিকায় স্থায়ী হতে পারেন। গোল্ড কার্ড (Gold Card) চালু হলে ইবি-৫ প্রোগ্রামের প্রয়োজনীয়তা হয়তো কমে যাবে বলে অনেকে ধারণা করছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, এমন একটি নতুন নীতি দেশটিতে প্রভাব ফেলতে পারে, কিন্তু একইসঙ্গে এটি অভিবাসী নীতি এবং জাতির ভবিষ্যত সম্পর্কে গভীর আলোচনা ও পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করতে পারে।