Kolkata Scam News: অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে প্রতারিত দম্পতি!

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: কলকাতার হেয়ার স্ট্রিট থানার সংলগ্ন একটি এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (Export-Import Company)-তে প্রতারণার শিকার হলেন এক দম্পতি। অনলাইনে ক্যামেরা কেনার সময় তারা প্রতারকদের ফাঁদে পড়ে প্রায় ১ কোটি ৯৭ লক্ষ টাকা (1.97 Crore Rupees) হারান। সাইবার ক্রাইম তদন্তে নেমে কলকাতা পুলিশ প্রতারণার ছক ভাঙতে সক্ষম হয়েছে (Kolkata Scam News) এবং বেশিরভাগ অর্থই উদ্ধার করে দম্পতির হাতে ফিরিয়ে দিয়েছে। ওই দম্পতি অনলাইনে একটি ওয়েবসাইট (Website) থেকে ক্যামেরা কেনার পরিকল্পনা করেছিলেন। ওয়েবসাইটের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগ হয়, যিনি নিজেকে ক্যামেরা বিক্রেতা হিসেবে পরিচয় দেন। তিনি দম্পতিকে ক্যামেরা সরবরাহের প্রতিশ্রুতি দেন এবং দাম পরিশোধের জন্য ধাপে ধাপে আরটিজিএস (RTGS – Real-Time Gross Settlement) পদ্ধতির মাধ্যমে টাকা পাঠাতে বলেন।

আরও পড়ুন:- Holi 2025: সল্টলেকে বসন্ত উৎসব,নাচে গানে মেতে উঠলেন বাসিন্দারা

প্রথমে বিশ্বাসযোগ্য মনে হলেও, প্রতারকের কথামতো দম্পতি একাধিক ধাপে টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পরেও ক্যামেরা পাননি, বরং প্রতারকের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তারা বুঝতে পারেন, পুরো ব্যাপারটাই একটি প্রতারণার ফাঁদ ছিল। প্রতারিত হওয়ার পর, দম্পতি কলকাতা সাইবার ক্রাইম থানায় (Cyber Crime Police Station Kolkata) অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ আরটিজিএস করা ব্যাংক একাউন্টগুলোর ট্রানজেকশন (Transaction) ট্র্যাক (Track) করে দেখতে পায়, প্রতারিত অর্থ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে (Kolkata Scam News)। উত্তর প্রদেশ (UP), বিহার (Bihar) সহ একাধিক রাজ্যে এই টাকা ভাগ হয়ে গিয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এছাড়া, তিনি সাধারণ মানুষকে সিকিওরড পেমেন্ট গেটওয়ে (Secured Payment Gateway) ব্যবহার করার পরামর্শ দেন এবং কোনও সংস্থাকে বড় অঙ্কের টাকা দেওয়ার আগে সেই সংস্থার ব্যাকগ্রাউন্ড চেক (Background Check) করে নেওয়ার আহ্বান জানান।এই ঘটনা আবারও প্রমাণ করল, প্রতারণার নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে সাইবার অপরাধীরা (Cyber Criminals) সাধারণ মানুষকে টার্গেট করছে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে এই প্রতারণার ঘটনা (Kolkata Scam News) আংশিকভাবে হলেও সমাধান করা সম্ভব হয়েছে। তাই অনলাইনে কেনাকাটা করার সময় এবং ফিনান্সিয়াল ট্রানজেকশন (Financial Transaction) করার সময় সবসময় সতর্ক থাকা উচিত। সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত সাইবার ক্রাইম সেল (Cyber Crime Cell)-এ অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।