Mamata Banerjee: আগামী সপ্তাহে ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা জেলা

নিউজ পোল ব্যুরো: আইএসএফের (ISF) একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি গত সোমবার গিয়েছিলেন নবান্নে। দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জানিয়েছিলেন সুবিধা অসুবিধার কথা। ঠিক তার পরেই এবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর আগামী সোমবার বিকেলে ফুরফুরা শরিফে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

আগামী সোমবার বিকেলে ফুরফুরা শরিফে গিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে কথা বলবেন বলে খবর মিলেছে। এলাকার কাজ নিয়ে নওশাদ সিদ্দিকি যে কথা জানিয়েছিলেন তা নিয়ে ত্বহা সিদ্দিকির সঙ্গে কথা বলতে পারেন বলেও খবর মিলেছে। সেই সঙ্গেই তাদের এলাকা উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নওশাদের সাক্ষাৎ এবং তার পর মমতার এই ফুরফুরা শরিফ সফর আগামী নির্বাচনের আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সূত্রের খবর তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন। এর আগে  ২০১২ সালে ও ২০১৬ সালে তিনি সেখানে যান।  মুখ্যমন্ত্রীর যাওয়ার খবর আসতেই ফুরফুরা শরিফকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে । জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা ফুরফুরা শরিফে নিরাপত্তা খতিয়ে দেখছেন। সূত্রের খবর, এই সফরের সময়ে সরকারি উদ্দ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার।

আরও পড়ুনঃ Nadia : বউমার অস্ত্রের কোপে রক্তাক্ত শাশুড়ি!

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে একান্তে বৈঠক করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মিনিট ২০ বৈঠক হয় ফুরফুরা শরিফের পিরজাদার। নওশাদ বলেছিলেন, ‘‘প্রশাসন টাকা খরচ করছে না। আর শাসকদলের লোকজন প্রচার করছে, নওশাদ কোনও কাজ করছে না।’’ বৈঠক শেষে আইএসএফ বিধায়ক বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁকে আশ্বস্ত করেছেন এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/