ISL Playoff: ঘোষিত হল প্লে-অফ সূচী, কবে নামছে মোহনবাগান?

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: জল্পনার অবসান! ঘোষিত হল ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফ সূচী (ISL Playoff)। গত ১২ মার্চ শেষ হয় লিগ পর্ব। তারপর থেকে‌ই নকআউট (Knockout) কবে হবে সেই নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল বেঙ্গালুরু (Bengaluru FC), নর্থ-ইস্ট (North East United FC) এবং জামশেদপুর (Jamshedpur FC) এই তিনটি দল এক‌ই পয়েন্ট (৩৮) পাওয়ায় তৃতীয় স্থানে কোন দল আছে সেই নিয়ে জটিলতার সৃষ্টি হয়। অবশেষে শনিবার আই‌এস‌এলের (ISL) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল শেষ ছয়ের ম্যাচ সূচী (Playoff Schedule)।

আর‌ও পড়ুন: Mohun Bagan: বসন্তের রঙ সবুজ মেরুন

আগামী ২৯ এবং ৩০ মার্চ অনুষ্ঠিত হবে দুটি কোয়ালিফায়ার। তারপরে দুই লেগের সেমিফাইনাল হবে ২ ও ৩ এবং ৬ ও ৭ এপ্রিল। ফাইনাল হবে ১২ এপ্রিল, শনিবার (ISL Playoff)। ফাইনালের স্থান এখন‌ও স্থির হয়নি। যে দুই দল ফাইনালে উঠবে তার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে ফাইনালের মঞ্চ। এবারে যে ৬টি দল প্লে-অফ খেলবে তারা হল যথাক্রমে মোহনবাগান, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থ-ইস্ট, জামশেদপুর এবং মুম্বাই সিটি এফসির। আই‌এস‌এলের নিয়ম অনুযায়ী প্রথম দুই দল অর্থাৎ মোহনবাগান ও গোয়া সরাসরি সেমিফাইনালে খেলবে।

বাকি ৪ দল নক-আউট (ISL Playoff) খেলে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। ২৯ মার্চ প্রথম নক-আউটে নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে। আর ৩০ মার্চ দ্বিতীয় নক-আউটে শিলংয়ে নর্থ-ইস্ট মুখোমুখি হবে জামশেদপুরের। এই দুই নক-আউটের বিজয়ী দল দুই সেমিফাইনালে খেলবে মোহনবাগান এবং গোয়ার বিরুদ্ধে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রথম নক-আউটের জয়ী দলের সঙ্গে গোয়া ঐ দলের ঘরের মাঠে প্রথম সেমিফাইনালের প্রথম লেগ খেলবে ২ এপ্রিল। অর্থাৎ বেঙ্গালুরু কিংবা মুম্বাই প্রতিপক্ষ হবে তাদের। আবার ৬ এপ্রিল নিজেদের ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে মানোলো মার্কেজের ছেলেরা। অন্যদিকে ৩ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নর্থ ইস্ট-জামশেদপুর ম্যাচের বিজয়ীর সঙ্গে প্রতিপক্ষের ঘরের মাঠে নামবে সবুজ-মেরুন। তারপর ৭ এপ্রিল যুবভারতীতে হবে দ্বিতীয় সেমির দ্বিতীয় লেগ। টানা দুই মরশুম লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। তবে গতবার হাতছাড়া হয়েছিল আই‌এস‌এল কাপ (ISL Playoff)। এবার আর এক ভুল করতে রাজি নয় মেরিনার্সরা। আইএস‌এলের ইতিহাসে মুম্বাইয়ের পর দ্বিতীয় দল হিসেবে এক‌ইসঙ্গে লিগ-শিল্ড এবং কাপ জেতার রেকর্ড গড়তে চাইছে তারা।