নিউজ পোল ব্যুরো: পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) ভক্তদের সুবিধার্থে একটি নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। এবার ভগবান জগন্নাথের মহাপ্রসাদ (Mahaprasad) উপভোগ করতে ভক্তদের ঠেলাঠেলি করতে হবে না। মন্দির কর্তৃপক্ষ বিশেষ এক ডাইনিং হল (Dining Hall) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে, যার নাম হবে “অন্নক্ষেত্র” (Annakhetra)। জগন্নাথ মন্দির ভারতের চারধামের (Char Dham) মধ্যে অন্যতম, যেখানে সারাবছর ভক্তদের ঢল নামে। বিশেষ করে দোলযাত্রা (Holi), দশেরা (Dussehra), নববর্ষ (New Year) ও রথযাত্রার (Rath Yatra) সময় দর্শনার্থীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। বর্তমানে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণের জন্য আনন্দবাজার (Ananda Bazaar)-এ ভিড় করেন। তবে জায়গার অভাবে অনেক সময় তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন:- Central University: উচ্চশিক্ষায় ৫ হাজারের বেশি অধ্যাপকের পদ খালি!
মন্দির পরিচালন কমিটির সভাপতি গজপতি দিব্যসিংহ দেব (Gajapati Dibyasingha Deb) জানিয়েছেন, “শ্রীমন্দির পরিকল্পনা প্রকল্প” (Srimandir Parikrama Project)-এর অধীনে উত্তর দ্বারের কাছে ভক্তদের জন্য নতুন এই জায়গা তৈরি করা হবে। এখানে ভক্তরা আনন্দবাজার থেকে মহাপ্রসাদ সংগ্রহ করে বসে আরাম করে খেতে পারবেন। মন্দির (Puri Jagannath Temple) কর্তৃপক্ষ জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের (Gundicha Temple) রান্নাঘর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবছর রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা (Balabhadra & Subhadra) সাত দিনের জন্য এই মন্দিরে আসেন। তখন প্রতিদিন ৫০,০০০-এর বেশি ভক্তের জন্য মহাপ্রসাদ রান্না করা হয়। তাই আরও ভালো পরিষেবার জন্য রান্নাঘরের পরিকাঠামো উন্নত করা হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
শুধু ডাইনিং হল ও রান্নাঘরের সংস্কারই নয়, মন্দির প্রশাসন (Temple Administration) তাদের অফিস নতুন জায়গায় সরিয়ে নেওয়ারও পরিকল্পনা করছে। সমস্ত সংস্কার ও উন্নয়নমূলক কাজ ২০২৬ সালের রথযাত্রার আগেই সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।এই নতুন উদ্যোগগুলির ফলে ভক্তদের জন্য মন্দির দর্শন এবং প্রসাদ গ্রহণের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হবে। পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) ভারতীয় ঐতিহ্য ও ভক্তির প্রতীক, এবং এই উন্নয়ন তার মাহাত্ম্য আরও বাড়িয়ে তুলবে।