WPL Final 2025: হারের হ্যাটট্রিক দিল্লির, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মুম্বাই

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ম্যাগ লেনিং (Meg Lanning)-শেফালী ভার্মারা (Shafali Verma) যেন বিশ্বাস‌ই করতে পারছেন না। তিন-তিন বার। শুধু তাই নয়। টানা তিনবার। তাও এলিমিনেটর (Eliminator) খেলে নয়। সরাসরি ফাইনালে (WPL Final 2025)। এ যেন তীরে এসে তরী ডুবলকেও হার মানায়! ফাইনালের ফাঁড়া কাটিয়ে উঠতে পারল না দিল্লি (Delhi Capitals Women) এবারেও। টানা তিন মহিলা আইপিএলের ফাইনালে (WPL Final) হারের হ্যাটট্রিক গড়লেন জেমিমা রদ্রিগেজরা (Jemimah Rodrigues)। দাদাগিরি দেখাতে পারলেন না সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। উল্টে দিদিগিরি দেখিয়ে দ্বিতীয় ডব্লিউপি‌এল (WPL) ট্রফি ঘরে তুলল ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians Women)। ৮ রানে জয়ী হল তারা।

আর‌ও পড়ুন: Jemimah Rodrigues: ভারতের হিট‌ওম্যান

ফাইনালে (WPL Final 2025) শুরুটা অবশ্য ভাল হয়নি হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দলের। টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লি। ইয়াসতিকা ভাটিয়া (৮)-হেইলি ম্যাথিউজ (৩) জুটি এদিন ওপেনিংয়ে ঝড় তুলতে ব্যর্থ হন। মারিজান কাপের আউটস্যুইংয়ে তখন কাঁপছে নীতা আম্বানির দল। তাঁর এবং শিখা পান্ডের দাপটে পাওয়ারপ্লেতে আসে মাত্র ২০ রান। দুই ওপেনারকেই ততক্ষণে সাজঘরের রাস্তা দেখিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার কাপ। এরপর দলের হাল ধরেন অধিনায়িকা কৌর এবং ইংরেজ অলরাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট।

হরমনপ্রীত এদিন (WPL Final 2025) প্রায় একার হাতেই টানলেন মুম্বাইকে। মাত্র ৩৩ বলে করলেন অর্ধশতরান। পাল্টা আক্রমণে চাপে ফেললেন শিখা পান্ডে অ্যানাবেল সাদারল্যান্ডদের। বড় রান না করলেও একদিকে উইকেট ধরে রেখে যোগ্য সঙ্গ দিলেন ব্রান্ট। চলতি মরশুমে প্রথম খেলোয়াড় হিসেবে মহিলা আইপিএলে ৫০০ রান করলেন তিনি। এছাড়াও মহিলা আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। ৬২ বলে ৮৯ রান তোলে কৌর-ব্রান্ট জুটি। কিন্তু ১৪.৫ ওভার জুটি ভাঙেন দিল্লির তরুণ স্পিনার নাল্লাপুরেড্ডি চারানি। ২৮ বলে ৩০ রান করে ফেরেন ইংলিশ অলরাউন্ডার।

এরপর একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বাই। চাপের মুখে বড় শটে মারতে গিয়ে সাদারল্যান্ডের বলে কাপের (Marizanne Kapp) হাতে ক্যাচ দিয়ে ৪৪ বলে ৬৬ রান করে ফিরে যান হরমনপ্রীত কৌর। শেষের দিকে আমনজোৎ কৌর (৭ বলে ১৪*) এবং সংস্কৃতি গুপ্তর (৫ বলে ৮*) দৌলতে ১৪৯ রান তোলে মুম্বাই। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন মারিজান কাপ (২/১১), জেস জোনাসেন (২/২৬) এবং নাল্লাপুরেড্ডি চারানি (২/৪৩)। একটি উইকেট নেন আ্যানাবেল সাদারল্যান্ড (১/২৯)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

১৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই (WPL Final 2025) বিপর্যয় নেমে আসে সৌরভ গাঙ্গুলির দলে। প্রথম তিন ওভারের মধ্যেই মেগ ল্যানিং (১৩) এবং শেফালি ভার্মার (৪) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। বল হাতে এদিন আগুন ছোটালেন স্কিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt)। দিল্লি অধিনায়িকাকে বোল্ড করে বুঝিয়ে দিলেন দিনটা ম্যাচের সেরা হরমনপ্রীতের পাশাপাশি তার‌ও। দিল্লির হয়ে জেমিমা রদ্রিগেজ (২১ বলে ৩০) খানিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও পর্যায়ক্রমে উইকেট হারাতে থাকে দিল্লি। ১৫০ রান তুলতে গেলে যে ধরণের পার্টনারশিপের প্রয়োজন হয় সেই ধৈর্য দেখাতে পারেননি জোনাসেন-ব্রাইসরা। অ্যামেলিয়া কের (২/২৫) শবনিম ইসমাইলরা (১/১৫) একের পর এক উইকেট তুলতে থাকলে ১১ তম ওভারে ৬৬ রানে ৫ উইকেট হারায় তার। এরপর আর ঘুরে দাঁড়ানো কার্যত কঠিন‌ই ছিল দিল্লির পক্ষে।

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিজান কাপ একটা শেষ চেষ্টা করেন। দিল্লিকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। ১৬ ওভার শেষে ৩৫ রান দরকার ছিল তাদের। কিন্তু এরপরেই দিল্লিকে মোক্ষম ধাক্কা দেন সেই স্কিভার-ব্রান্ট। ১৮ তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ফেরালেন বিপজ্জনক হয়ে ওঠা কাপকে (২৬ বলে ৪০) এবং শিখা পান্ডেকে। দিল্লির তরুণ ব্যাটার নিকি প্রসাদ (Niki Prasad) ২৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকলেও ডানহাতি মিডিয়াম পেসারের অভিজ্ঞতার কাছে হার মানেন তিনি। শেষ ওভারে ১৪ রান দরকার ছিল দিল্লির। কিন্তু ঠান্ডা মাথায় মাত্র ৫ রান খরচ করে মুম্বাইকে দ্বিতীয়বারের জন্য কাপ (WPL Final 2015) এনে দেন ব্রান্ট।

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৯/৭ (২০)

হরমনপ্রীত কৌর ৬৬(৪৪)/ মারিজান কাপ ৪-০-১১-২।

দিল্লি ক্যাপিটালস ১৪১/৯ (২০)

মারিজান কাপ ৪০(২৬)/ ন্যাট স্কিভার-ব্রান্ট ৪-০-৩০-৩।

মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী ৮ রানে।