নিউজ পোল ব্যুরো: বর্তমানে দক্ষিণ কোরিয়ার প্রসাধনী (K-Beauty) সারা বিশ্বে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। কোরিয়ানদের উজ্জ্বল ত্বকের জন্য (Glowing Skin) স্কিনকেয়ার পণ্যগুলোতে এমন কিছু অদ্ভুত ও চমকপ্রদ উপাদান (Unconventional Skincare Ingredients) ব্যবহৃত হচ্ছে, যা আগে কেউ ভাবতেও পারেনি। এক সময় আমরা শুনেছি, শামুকের লালা (Snail Mucin), মৌমাছির বিষ (Bee Venom) বা ভেড়ার অমরা (Sheep Placenta) ত্বকের যত্নে ব্যবহৃত হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি বিস্ময়কর উপাদান – স্যামন মাছের শুক্রাণু! এই বিশেষ স্কিনকেয়ার পদ্ধতিকে বলা হয় ‘রিজুরান স্কিনবুস্টার’ (Rejuran Skin Booster)*। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এতে ব্যবহৃত মূল উপাদানটির নাম পিডিআরএন (PDRN-Polydeoxyribonucleotide), যা মূলত স্যামন বা ট্রাউট মাছের শুক্রাণু থেকে সংগ্রহ করা হয়।
আরও পড়ুন: Skin Care Tips: ঋতুস্রাবের ব্যথা, ব্রণ, গ্যাস- সবই মেটাবে চালের জল!
কেমব্রিজ মেডিক্যাল গ্রুপের মেডিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, পিডিআরএন অত্যন্ত কার্যকর একটি উপাদান, যা ত্বকের কোষ পুনর্গঠনে (Skin Cell Regeneration) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উপাদান বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রসাধনী (Skincare Products) এবং ফেসিয়াল ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। পিডিআরএন-এর কার্যকারিতা সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, এটি ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা (Hydration) বাড়ায় এবং কোলাজেন উৎপাদন (Collagen Production) বাড়িয়ে তোলে। ফলে ত্বক দ্রুত পুনরুজ্জীবিত হয় এবং তরুণ দেখায়। কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হলো:
1. ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে (Deep Hydration)।
2. কোলাজেন ও ইলাস্টিন (Elastin) উৎপাদন বাড়িয়ে ত্বক টানটান রাখে।
3. সূক্ষ্ম রেখা ও বলিরেখা হ্রাস করে (Reduces Fine Lines & Wrinkles)।
4. ত্বকের কোষ পুনর্গঠন করে ও নতুন কোষ তৈরিতে সাহায্য করে।
5. ত্বকের স্থিতিস্থাপকতা (Skin Elasticity) বৃদ্ধি করে।
6. উজ্জ্বল ত্বক (Glowing Skin)।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দক্ষিণ কোরিয়ার প্রসাধনী শিল্প (Korean Beauty Industry) সবসময়ই নতুন ও অভিনব উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। এবার স্যামন মাছের শুক্রাণু থেকে প্রাপ্ত পিডিআরএন-সমৃদ্ধ প্রসাধনী (PDRN-infused Skincare) বিশ্বজুড়ে বিপ্লব ঘটাচ্ছে।