নিউজ পোল ব্যুরো: বলে পাপ কাউকে ছাড়ে না। এক দশক পর মিলল খুনের শাস্তি (Murder)। বালুরঘাটে খুনের মামলায় ৬ অভিযুক্ত দোষী সাব্যস্ত করল আদালত। এক দশক আগের নৃশংস হত্যাকাণ্ডে (Murder) ৬ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত।
২০১৪ সালের ১২ জানুয়ারি বালুরঘাট এয়ারপোর্ট এলাকা থেকে রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছিল। সেই খুনের ঘটনার পর বালুরঘাট থানায় IPC-র ৩০২, ৩৪ ধারায় মামলা দায়ের হয় শ্যামল হাঁসদা, রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া ও সুরদীপ দাসের বিরুদ্ধে। মামলার শুনানি চলাকালীন অভিযুক্ত প্রবীর শীলের মৃত্যু হয়। প্রবীর শীল ছাড়া বাকিদের ওই খুনের মামলায় বিচার চলে। অবশেষে এক দশক পর সোমবার, দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ADJ থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ ছয়জনকেই দোষী সাব্যস্ত করেন।
আরও পড়ুনঃ Humayun Kabir: সশরীরে হাজিরার নির্দেশ, হুমায়ুনকে নিয়ে কোন পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল
এক দশক আগের খুনের (Murder Case) ঘটনা নিয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, মঙ্গলবার আদালত তাদের শাস্তির পরিমাণ ঘোষণা করবে। রায়ের পর মৃতের পরিবার ন্যায়বিচার পাওয়ার আশায় স্বস্তি প্রকাশ করেছে। সেই সঙ্গেই অনেকটা সময় পার হলেও পরিবারের সদস্য খুনের মামলায় যে অভিযুক্তকে দোষী ঘোষণা করা হয়েছে এটাতেই কিছুটা স্বস্তি পেয়েছে পরিবার। তাঁরা যাচ্ছেন এতদিনের লড়াই কিছুটা হলেও স্বার্থক।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/