নিউজ পোল ব্যুরো: সামনেই রয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচন। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শাসক-বিরোধী উভয় পক্ষই তাদের রণনীতি তৈরি করে ময়াদনে ঝাঁপিয়ে পড়েছে। পুনরায় সক্রিয় হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখা যাচ্ছে একাধিক কর্মসূচীতে। এই আবহেই বড় চাপ নামল মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মাথা থেকে। ২০১৯ সালে কাঁথির কন্টাই থানা এলাকায় অমিত শাহের সভাতে তৃণমূলের সঙ্গে ঝামেলার ঘটনায় দিলীপ ঘোষ সহ বিজেপির ৩১ জনের নামে অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় বিধাননগর এমপি এমএলএ কোর্টে ছিল মঙ্গলবার রায়দান। সেখানেই দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীরা উপস্থিত ছিলে। ২০১৯-এর সেই কেস আজ ডিসমিস হয়ে গিয়েছে এবং দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহ ৩১ জন বেকসুর খালাস পেয়েছেন বলে দাবি দিলীপ ঘোষের। একই সঙ্গে দিয়েছেন একাধিক প্রশ্নের উত্তর।
বিধান নগর এমপি এমএলএ কোর্ট থেকে বেরিয়ে দিলীপ ঘোষ একাধিক রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন। ২৬-এর ভোটের আগে ব্যানার-পোস্টারে শুরু হয়েছে ধর্মযুদ্ধ। বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের পাল্টা শ্লোগান তুলেছে তৃণমূল। লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণমন্ত্রী নাই। এরই জবাবে দিলীপ ঘোষ বলেছেন, “বাঙালির পূর্ণমন্ত্রী নেই, তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল। নাটক করেছেন, রিজাইন করা, চলে যাওয়া, রাতারাতি মন্ত্রী পালটে দেওয়া। বাঙালির যা ইমেজ খারাপ করেছেন বাঙালির উপর আর কেউ বিশ্বাস করছে না। পূর্ণমন্ত্রী হবে যথা সময়ে। এই নিয়ে চিন্তা করার দরকার নেই। সেটা আমাদের ব্যাপার আমরা বুঝে নেব।” হুমায়ুন কবীরকে নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠককে কটাক্ষ করে বলেছেন, “ছেড়ে দিন, তৃণমূলের আবার শৃঙ্খলা রক্ষা”
আরও পড়ুনঃ BJP in WB Assembly: বিধানসভা থেকে ফের ওয়াকআউট বিজেপি বিধায়কদের
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফুরফুরা শরিফ যাওয়া নিয়েও তোপ দেগেছেন দিলীপ (Dilip Ghosh) ঘোষ। সোমবারের সফর নিয়ে কটাক্ষ করে বলেছেন, “ফুরফুরা নিয়ে রাজনীতি করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই। তাতে ওখানকার যারা কর্তা-বিধাতা তাদের মধ্যেই দ্বিমত রয়েছে। বিশেষ করে ত্বহা সিদ্দিকী ওখানে যেভাবে রাজনীতি করেন সেটাতে অনেকেই পছন্দ করেন না। মমতার তিনি ঠিকা নিয়েছেন মুসলিম ভোট পাইয়ে দেওয়ার সেটা কেবল রাজনীতির কারণে হয়। সেটা বাকিদের পছন্দ নয়। ধার্মিক জায়গায় ধর্ম-কর্ম না হয়ে রাজনীতি নিয়ে আলোচনা হয়। সেটা অনেকেই পছন্দ করছেন না।” এদিন দিলীপ ঘোষ এটাও বলেন সরকারের কাজ নয় মন্দির মসজিদ তৈরি করা। রাম মন্দির সহ বাকি সমস্ত কিছু ভক্তদের টাকায় হয়েছে বলেই দাবি বিজেপি নেতার। সেই সঙ্গে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা করতে গিয়ে অধার্মিক কাজ করছেন।” ফুরফুরা শরিফের মানুষরাও মুখ্যমন্ত্রীকে বয়কট করছেন বলেও এদিন দাবি করেন দিলীপ ঘোষ। সেই সঙ্গেই তাঁর আরও দাবি ভোটে জেতার জন্য এবার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবেন।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/