নিউজ পোল ব্যুরো: আরও এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল ময়দান। ম্যাচ শুরুর আগে খবর এসেছিল প্রয়াত হয়েছেন প্রাক্তন ফুটবলার। সেইমত খেলার আগে নীরবতা পালনের মাধ্যমে শেষ শ্রদ্ধাও করা হয়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই বেঁচে উঠলেন সেই ফুটবলার। আর নিজের জীবিত থাকার খবর জানালেন নিজেই। প্রয়াত ফুটবলারের নাম, পেতকো গানচেভ (Petko Ganchev)।
আরও পড়ুনঃ Mohun Bagan: রোনাল্ডোদের ছাপিয়ে নজির সবুজ মেরুনের
রবিবার ঘটনাটি ঘটেছে বুলগেরিয়ায়। এদিন সেখানে স্থানীয় লিগের ম্যাচে আরদা কারজালি (Arda Kardzhali) মুখোমুখি হয় লেভস্কি সোফিয়ার (Levski Sofia)। হঠাৎ ম্যাচ শুরুর আগে খবর আসে, প্রয়াত হয়েছেন কারজালির প্রাক্তন ফুটবলার পেতকো গানচেভ (Petko Ganchev)। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই মাঠে নেমে আসে শোকের ছায়া। প্রথমে ১ নীরবতা পালন করে শোকপ্রকাশ করেন ফুটবলাররা। এরপর শুরু হয় খেলা।
কারজালি কর্তৃপক্ষই এই শোকপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করতে দেখা যায় ‘প্রয়াত’ ফুটবলার গানচেভকে (Petko Ganchev)। এই পোস্টে তিনি নিজেই নিজের জীবিত থাকার জানিয়ে দিয়েছেন। নিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার ঘটনায় কার্যত বিস্মিত হয়ে পড়েন তিনি। ক্লাব ভুল খবর পেয়েছিল। কিন্তু আধুনিক যুগে এই ভুল কীভাবে হতে পারে তা ভেবেই পাচ্ছেন না গানচেভ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
প্রশ্ন উঠছে, কারজালি কর্তৃপক্ষের তরফে কেন খোদ গানচেভের সঙ্গেই যোগাযোগ করা হল না? এদিকে গোটা ঘটনায় লজ্জিত ক্লাব কর্তৃপক্ষ। গানচেভের জীবিত থাকার বিষয়টি সামনে আসতেই ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে কারজালি কর্তৃপক্ষের তরফে। বলা হয়েছে, “আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। প্রাক্তন ফুটবলার পেতকো গানচেভ, তাঁর পরিবার আর প্রিয়জনদের কাছে আমরা ক্ষমাপ্রার্থনা করছি। ক্লাবের তরফে গানচেভের সুস্থ এবং দীর্ঘজীবন কামনা করছি। তিনি আরও বহু বছর কারজালির সাফল্য উপভোগ করুন।” উল্লেখ্য, উক্ত ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে ১-১ ড্র করেছে কারজালি।