নিউজ পোল ব্যুরো: বসন্তের ময়দানে যেন খুশির হাওয়া। ক্রমশ চওড়া হচ্ছে বাগান (Mohun Bagan) সমর্থকদের হাসি। টানা দুবার লিগ-শিল্ড (ISL League Shield) জিতে নিয়েছে মোহনবাগান। এবার পালা আইএসএল (ISL) কাপ জেতার। এই মুহূর্তে তাদের ধারেকাছে নেই কোন ক্লাব। শুধু ভারতেই নয় এশিয়ার (Asia) মঞ্চেও নজির গড়ছে সবুজ-মেরুন। এমনকি পিছনে ফেলছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দলকেও।
আরও পড়ুন: Mohun Bagan: বসন্তের রঙ সবুজ মেরুন
সম্প্রতি এক তথ্য প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে ম্যাচ প্রতি দর্শক সংখ্যার গড় হিসেবে এশিয়ার ক্লাবগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। গড় টিকিট বিক্রির নিরিখেও পঞ্চম স্থানে রয়েছে তারা। আইএসএলের পরিসংখ্যান অনুযায়ী চলতি মরশুমে ৪ লাখ ২৮ হাজার ৯৩৩ জন মোহনবাগানের ১২টি ম্যাচে মাঠ ভরিয়েছে। সবথেকে বেশি সমর্থক এসেছিলেন গোয়ার বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে। সংখ্যাটা ছিল প্রায় ৬১ হাজার ৫৯১ জন। কারণ ওড়িশা এফসিকে হারিয়ে শিল্ড আগে জিতে নিলেও গত ৮ মার্চ গোয়াকে হারিয়ে তা হাতে পেয়েছিলেন দিমি-স্টুয়ার্টরা। যুবভারতী স্বাক্ষী থেকেছিল বাঁধভাঙা উচ্ছ্বাসের।

এবারে ম্যাচ প্রতি প্রায় ৩৫ হাজার ৭৪৪ জন দর্শক সবুজ মেরুনের (Mohun Bagan) খেলা দেখতে এসেছে যুবভারতীতে। গত মরশুমের তুলনায় যা বেড়েছে প্রায় ১০০০ জন। এশিয়ার ক্লাবগুলির গড় দর্শক সংখ্যার হিসেবে প্রথমে রয়েছে ইরানের পার্সেপোলিস এফসি। তাদের খেলা দেখতে মাঠ ভরিয়েছেন ৪৩ হাজার ৩৩৩ জন। এরপর একের পর এক রয়েছে যথাক্রমে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস (৪৩ হাজার ১৩৯ জন), চিনা ক্লাব চেংডু রংচেং এফসি (৪০ হাজার ৮৬৭ জন) এবং সাংহাই শেনহুয়া এফসি (৩৯ হাজার ৩৮৫ জন)। এই তালিকার প্রথম পাঁচে জায়গা করতে পারেনি সি আর সেভেনের আল নাসেরও। এই তালিকায় নেই ভারতীয় কোন ক্লাবও।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ প্রতি গড় দর্শকের তালিকায় সবার প্রথমে রয়েছে সবুজ মেরুন (Mohun Bagan)। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে লাল-হলুদ। তবে মোহনবাগানের তুলনায় অনেক কম সমর্থক (১৮ হাজার ৪৩১ জন) মাঠ বেরিয়েছেন ইস্টবেঙ্গলের ম্যাচে। পয়েন্ট টেবিলে নবম স্থানে মরশুম শেষ করলেও আইএসএলে এই একমাত্র পাওনা ১০০ বছরের পুরনো ক্লাবের। তৃতীয় স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি (১৫ হাজার ৮৯৪ জন)। অন্যদিকে এবার প্রথম আইএসএল খেলা কলকাতার তৃতীয় প্রধান মহামেডানের ম্যাচ প্রতি গড় দর্শক সংখ্যা ৪ হাজার ৯৫ জন।