Manvir Singh: অনুশীলনে চোট কলকাতা ফিরছেন মনবীর

breakingnews ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: বুধবার শিলংয়ের (Shilong) জওহরলাল নেহেরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) মালদ্বীপের বিরুদ্ধে (IND vs MDV) প্রীতি ম্যাচের (Fifa Friendly Match) আগে চোটের কারণে ভারতীয় দল (Indian Football Team) থেকে ছিটকে গেলেন সবুজ মেরুন (Mohun Bagan) স্ট্রাইকার (Striker) মনবীর সিং (Manvir Singh)। বুধবার সমাজ মাধ্যমে এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। শিলংয়ের ক্যাম্প ছেড়ে কলকাতায় ফিরে আসছেন তিনি। এর আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আশিস রাই (Ashis Rai) এবং লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। এবার মনবীরের না খেলতে পারা নিঃসন্দেহে বড় ধাক্কা ভারতীয় শিবিরে।

আরও পড়ুন: Sunil Chhetri: সুনীলের প্রত্যাবর্তনে অঙ্ক মিলবে ভারতীয় ফুটবলের?

মঙ্গলবার অনুশীলনে জাতীয় দলের ফিজিক্যাল ট্রেনারের নির্দেশে বাড়তি ওজন তুলতে গিয়ে উড়ুতে চোট পেয়েছেন বছর ঊনত্রিশের মনবীর (Manvir Singh)। মঙ্গলবার রাতেই যা জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে। তবে তাঁর চোট কতটা গুরুতর সেই সম্পর্কে কিছু জানা যায়নি। মনবীর কলকাতা ফেরার পর‌ই বোঝা যাবে তাঁর চোট সম্পর্কে। বুধবার ভারতীয় ফুটবল দলের সমাজ মাধ্যমে জানানো হয়, “চোট পেয়েছেন মনবীর। তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শিলং ছেড়ে কলকাতার উদ্দেশ্যে র‌ওনা দিয়েছেন তিনি।“

https://twitter.com/IndianFootball/status/1902222353096216884?t=ZBE1jPM7UXKdqPuiNSd71g&s=08

একবছরের‌ও বেশি সময় হয়ে গেছে জয়ের মুখ দেখেনি ব্লু টাইগার্স। গোলের খরা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানোলো মার্কেজের দলের। অবসর ভেঙে ফিরে এসেছেন সুনীল ছেত্রী। কিন্তু আক্রমণ বিভাগে মনবীরের (Manvir Singh) না থাকা ভোগাবে ভারতীয় দলকে। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭টি গোল রয়েছে তাঁর। চলতি আইএস‌এলেও পাঁচটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। মোহনবাগানের লিগ শিল্ড জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে পাঞ্জাব তনয়ের। তাঁর পরিবর্তে লাল-হলুদের না‌ওরেম মহেশকে খেলাতে পারেন কোচ মার্কেজ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এর আগেও জাতীয় দলের শিবিরে চোট পেয়ে প্রায় এক বছরের জন্য মাঠে নামতে পারেননি আরেক বাগান ফুটবলার আশিক কুরুনিয়ান। তিনিও অতিরিক্ত ভার তুলতে গিয়ে চোট পেয়েছিলেন। আগামী ৩ এপ্রিল আই‌এস‌এলের প্লে-অফে নামবে মোহনবাগান। ১২ এপ্রিল রয়েছে ফাইনাল। তার আগে মনবীরের (Manvir Singh) চোট চিন্তার ভাঁজ বাড়ালো কোচ হোসে মোলিনার কপালে। কলকাতা ফেরার পর মেডিক্যাল টেস্ট হবে তাঁর। তারপরেই মনবীর খেলতে পারবেন কিনা বোঝা যাবে।