Rhino Census: জলদাপাড়ায় গণ্ডারের সংখ্যা বেড়ে কত হলো জানেন?

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: জলদাপাড়া জাতীয় উদ্যানে (Jaldapara National Park) এক শৃঙ্গ গণ্ডারের (One-horned Rhinoceros) সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ৩ থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত রাইনো সেনসাস ২০২৪ (Rhino Census)-এর রিপোর্ট অনুযায়ী, উদ্যানে এখন মোট ৩৩১টি গণ্ডার রয়েছে, যা আগের গণণার তুলনায় ৩৯টি বেশি। এবারের গণ্ডার গণণা (Rhino Population Count) অত্যন্ত সুবিন্যস্তভাবে পরিচালিত হয়েছে। মোট ১৯৩টি দল এই কাজের দায়িত্বে ছিল এবং মোট ৪০০ জন এই কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে বনদফতরের (Forest Department) আধিকারিক, বনকর্মী, এবং ১৩টি এনজিও (NGO) সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন:- Water Crisis : তীব্র জল সংকট, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

গণ্ডার গণণার জন্য ৭০টি প্রশিক্ষিত কুনকি হাতি (Kunki Elephants) ব্যবহার করা হয়েছিল। জলদাপাড়া জাতীয় উদ্যানকে ৬৫টি ব্লকে (Block) ভাগ করে প্রতিটি ব্লকে নির্দিষ্ট পদ্ধতিতে গণণা চালানো হয়, যাতে সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়। ২০২২ সালে অনুষ্ঠিত আগের গণণায় (Rhino Census) জলদাপাড়ায় মোট ২৯২টি গণ্ডারের অস্তিত্ব ধরা পড়েছিল। কিন্তু এবারের রাইনো সেনসাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১-এ। অর্থাৎ, গত দুই বছরে ৩৯টি গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতি দুই বছর অন্তর এই গণণা অনুষ্ঠিত হয় এবং এবারও সেই নিয়ম মেনেই মার্চ মাসের প্রথম সপ্তাহে গণণা করা হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ভারতে এক শৃঙ্গ গণ্ডার (Greater One-horned Rhinoceros) মূলত আসামের কাজিরাঙা (Kaziranga National Park), পশ্চিমবঙ্গের জলদাপাড়া (Jaldapara National Park) ও গোরুমারা (Gorumara National Park)-তে পাওয়া যায়। এদের সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে গত কয়েক বছরে গণ্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জলদাপাড়ায় গণ্ডারের সংখ্যা বৃদ্ধি হওয়া মানে এই অঞ্চলের সংরক্ষণ কার্যক্রম সফল হচ্ছে। বনদফতর ও বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টায় গণ্ডার সংরক্ষণের (Rhino Conservation) কাজ আরো উন্নত হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

গণ্ডারের সংখ্যা বাড়লেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। মূলত চোরাশিকারি (Poaching) ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গণ্ডার সংরক্ষণ কঠিন হয়ে পড়ে। তাই বনদফতর আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই রাইনো সেনসাস (Rhino Census) ২০২৪-এর ফলাফলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে জলদাপাড়ায় গণ্ডারের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা সংরক্ষণ প্রচেষ্টার ইতিবাচক দিক নির্দেশ করে। আগামী বছরগুলিতে এই সংরক্ষণ প্রকল্প আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতেও এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়।