Sunita Williams In India: মোদীর আমন্ত্রণ, সুনীতার ভারতে আসার খবর দিল পরিবার

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: নাসার (NASA) দুই নভোচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)-এর ফেরার আনন্দে মেতেছে গোটা বিশ্ব। মহাকাশে এত দীর্ঘ সময় থেকে ইতিহাস গড়ার জন্য বইছে শুভেচ্ছার বন্যা। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ওয়েলকাম ব্যাক, ক্রু৯! পৃথিবী তোমাদের মিস করছিল।” সেই সঙ্গেই সুনীতা উইলিয়ামসকে জানিয়েছেন ভারতে আসার আমন্ত্রণ। ভারতীয় বংশোদ্ভূত কন্যার ফেরার পরেই উৎসবের আমন্ত্রণে মেতেছে গুজরাটের তাঁর গ্রাম। সেই সঙ্গেই পরিবারের সদস্যরা জানিয়েছেন কবে ভারতে আসবেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams In India)।

সুণিটা ফেরার পরেই পরিবারের সদস্যদের মধ্যে বয়ে গিয়েছে খুশির বন্যা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতার ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ডে বলেছেন, ‘‘এখনও বিশ্বাস হচ্ছে না! ওর নামার মুহূর্তটি যেন অবাস্তব।” তার পরেই ভারত সফর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘এখনই সঠিক তারিখ বলতে পারব না, তবে খুব তাড়াতাড়িই ভারতে যাবে সুনীতা। ওর বাবা দীপক পাণ্ড্যের জন্ম ভারতের গুজরাতে। এ দেশের সঙ্গে তার নাড়ির যোগ রয়েছে।’’ এমনকি সুনীতা ভারতে এল ‘শিঙাড়া পার্টি’র আয়োজন করারও পরিকল্পনা সেরে ফেলেছেন পরিবারের সদস্যরা। এমনকি ফাল্গুনি আরও বলেছেন, ‘আমরা ছুটিতে একসঙ্গে বেড়াতে যাওয়ারও পরিকল্পনা করেছি। এ বার অনেকটা সময় ও পরিবারের সঙ্গে কাটাবে।’

আরও পড়ুনঃ Sunita Williams: ভারতীয় বংশোদ্ভূত কন্যার কীর্তিতে গর্বিত, অভিনন্দন জানালেন মোদী-মমতা

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সোমবারই সুনীতাকে লেখা প্রধানমন্ত্রী মোদীর একটি চিঠি প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী সেই চিঠি সামনে আনেন। গত ১ মার্চ লেখা ওই চিঠিতে মোদী লিখেছেন, ‘‘আপনার কৃতিত্ব নিয়ে আমরা গর্বিত। ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ভারতীয় সব সময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতীয়েরা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করেন।’’ উল্লেখ্য, সুনীতার বাবা দীপক পাণ্ডে গুজরাটের বাসিন্দা। মোদীর লেখা চিঠিতে সুনীতার বাবা দীপক পাণ্ডে, মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও লিখেছিলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২৮৬ দিনের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে নিরাপদেই ফিরেছেন নাসার (NASA) দুই নভোচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। বুধবার ভোর ৩টে ২৭ নাগাদ এলন মাস্কের মহাকাশযান তাঁদের নিয়ে ফ্লোরিডা উপকূলে আটলান্টিক মহাসাগরে অবতরণ করেছে বলে জানা গিয়েছে। ১৭ ঘন্টা আগে মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বাকি তিন মহাকাশচারীকে নিয়ে রওনা দিয়েছিল এলন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’ (SpaceX) নির্মিত ড্রাগন ক্যাপসুল। যা পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছানোর আগেই সম্পন্ন করে ডিঅরবিট বার্ন প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে মহাকাশযানের ইঞ্জিনগুলিতে সাফল্যের সঙ্গে অগ্নিসংযোগ সম্পন্ন হয়। এরপরই সফলভাবে ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ড্রাগন ক্যাপসুল। তবে যাই হোক সুনীতার ভারতে আসার (Sunita Williams In India) অপেক্ষায় গোটা দেশবাসী।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/