নিউজ পোল ব্যুরো: প্রায় ৯ মাস (286 days) মহাকাশে কাটিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তার সঙ্গী বুচ উইলমোর (Butch Wilmore)। তাদের এই যাত্রা একেবারে পরিকল্পনা অনুযায়ী হয়নি। মাত্র ৮ দিনের জন্য মহাকাশ স্টেশনে (International Space Station) থাকার কথা থাকলেও যান্ত্রিক সমস্যার কারণে সেটাই বেড়ে দাঁড়ায় দীর্ঘ ২৮৬ দিনে! অবশেষে, স্পেসএক্সের (SpaceX) ক্রু ড্রাগন (Crew Dragon) মহাকাশযানে চেপে তারা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। সুনীতাদের মহাকাশ স্টেশন থেকে ফেরার যাত্রা মোট ১৭ ঘণ্টা সময় নেয়। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩:২৭ মিনিটে ফ্লোরিডার (Florida) সমুদ্রে অবতরণ করে তাদের মহাকাশযান। অবতরণের পরপরই ক্যাপসুল থেকে বেরিয়ে হাসিমুখে হাত নেড়েছিলেন সুনীতা, যা দেখেই বোঝা গিয়েছিল তিনি সুস্থ রয়েছেন। তার সঙ্গেই ছিলেন বুচ উইলমোর, আমেরিকার নিক হগ (Nick Hague) এবং রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ (Alexander Grebionkin)। যদিও নিক ও আলেকজান্ডার ১১৭ দিন মহাকাশ স্টেশনে ছিলেন, কিন্তু সুনীতা ও বুচ সেখানে রীতিমতো ৯ মাস কাটিয়েছেন।
আরও পড়ুন:- Sunita Williams : ঘুচল ৯ মাসের বন্দিদশা, কীভাবে পৃথিবীর বুকে অবতরণ সুনীতাদের?
২০২৩ সালের জুন মাসে বোয়িংয়ের (Boeing) স্টারলাইনার (Starliner) মহাকাশযানে করে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুনীতা (Sunita Williams) ও বুচ। পরিকল্পনা ছিল মাত্র ৮ দিন কাটিয়ে ফিরে আসবেন। কিন্তু স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের পৃথিবীতে ফেরার পরিকল্পনা বারবার পিছিয়ে যায়। ফলে, অনিচ্ছাসত্ত্বেও দীর্ঘ ২৮৬ দিন মহাকাশেই কাটাতে হয় তাদের। অবশেষে, ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান তাদের নিরাপদে ফিরিয়ে আনে। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে মানবদেহে নানা পরিবর্তন আসে। অভিকর্ষ বলহীন অবস্থায় থাকায় শরীরের মাংসপেশি ও হাড় দুর্বল হয়ে পড়ে। ফলে, পৃথিবীতে ফিরেই কঠিন শারীরিক পরীক্ষার (Medical Tests) মধ্য দিয়ে যেতে হচ্ছে সুনীতা ও বুচকে। নাসা (NASA) জানিয়েছে, তাদের হিউস্টনের (Houston) জনসন স্পেস সেন্টারে (Johnson Space Center) নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ক্রু কোয়ার্টারে (Crew Quarters) রাখা হবে, যেখানে তাদের নানা শারীরিক ও মানসিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
বিশেষজ্ঞদের মতে, এতদিন মহাকাশে থাকার ফলে তাদের হাঁটা-চলা ও কথা বলার ধরনে সাময়িক পরিবর্তন আসতে পারে। সেজন্য মানসিক সহায়তা (Mental Support) ও নিয়মিত ফিজিওথেরাপি (Physiotherapy) দেওয়া হবে, যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব হয়। এই প্রক্রিয়া কমপক্ষে ৪৫ দিন চলবে। পজিশনাল অ্যাস্ট্রোনমির প্রাক্তন ডিরেক্টর সঞ্জীব সেন বলেন, “দীর্ঘদিন ওজনশূন্য পরিবেশে থাকার ফলে শরীরের স্বাভাবিক ক্ষমতা কমে যায়। মহাকাশচারীদের জন্য সেখানে ব্যায়ামের ব্যবস্থা থাকে, কিন্তু তা শতভাগ কার্যকর নয়। ফলে, পৃথিবীতে ফিরে তাদের শরীরকে নতুন করে অভ্যস্ত হতে হবে।” সুনীতারা (Sunita Williams) পৃথিবীতে ফেরার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গুজরাটের (Gujarat) মেহসানা (Mehsana) জেলা, যেখানে সুনীতার পৈতৃক বাড়ি। তার নিরাপদ প্রত্যাবর্তনে গ্রামবাসীরা খুশিতে আতশবাজি ফাটিয়ে অকাল দীপাবলি (Diwali Celebration) উদযাপন করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT