নিউজ পোল ব্যুরো: ২০২৬-এর বঙ্গ বিধানসভা যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আদাজল খেয়ে ময়দানে নেমেছে শাসক বিরোধী সকলেই। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল তাদের রণনীতি তৈরি করে নিয়েছে। পিছিয়ে নেই বিজেপিও। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা প্রায় প্রতিদিনই দিল্লি উড়ে যাচ্ছেন। বৈঠক হচ্ছে কেন্দ্রের শীর্ষ নেতাদের সঙ্গে। এই আবহে যে প্রশ্ন সবথেকে বেশি বাংলার রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে তা হল আগামী নির্বাচনে বাংলায় কি বামেদের সঙ্গে জোট বাঁধবে কংগ্রেস (Congress)। সেই কোটি টাকার প্রশ্নের উত্তর মিলেছে। কংগ্রেস হাইকমান্ড রাজ্য নেতাদের জানিয়ে দিয়েছে তাদের মতামত।
বুধবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও কে সি বেনুগোপাল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকেই জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কোনও জোট নয় রাজ্যের ২৯৪ আসনে একা লড়াই করবে কংগ্রেস। বুধবারের বৈঠকে একলা চলার পক্ষেই সওয়াল করেছেন বৈঠকে হাজির প্রদেশ নেতৃত্ব। খাড়গে ও রাহুলের কাছে তাঁরা আবেদন করেছেন বাংলার ২৯৪ আসনেই যেন কংগ্রেস প্রার্থী দেওয়া হয়। সূত্রের খবর এদিনের বৈঠকে হাইকমান্ড নির্দেশ দিয়েছে রাজ্যজুড়ে আন্দোলন ও সংগঠন গড়ে তোলার। বুধবারের বৈঠকে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার ও তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, সুমন রায়চোধুরী বা পূজা রায়চৌধুরীরা হাজির ছিলেন। ছিলেন অধীর রঞ্জন চৌধুরি।
আরও পড়ুনঃ Salt Lake: পুলিশের সঙ্গে বচসা, বিজেপির বিক্ষোভে উত্তাল সল্টলেকের করুণাময়ী
গত লোকসভা নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছে কংগ্রেস (Congress)। সেইভাবে বাংলায় মাথা তুলতে পারেনি কংগ্রেস। মাঝে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট নিয়ে কম চর্চা হয়নি। এমনকি নির্বাচনে এক সঙ্গে লড়াই করতে পারে বলেও রাজনইরিক মহলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছিল। যদি হাইকমান্ডের নির্দেশে এটা স্পষ্ট হয়ে গিয়েছে জে যা জল্পনা ছিল তার কিছুই হচ্ছে না। অন্যদিকে এদিনের বৈঠকের পর কংগ্রেস সূত্রে খবর মিলেছে রাহুল গান্ধী আবা প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কেউ খুব শীঘ্রই কলকাতাতে আসতে পারেন। দেখা করতে পারেন আরজি করে নিহত তরুণীর বাবা-মায়ের সঙ্গে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/