Mamata Banerjee: লন্ডন সফরে যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে এসেছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford university) আমন্ত্রণ। সেই ডাকে সাড়া দিয়েই লন্ডনে (London) যাবেন বাংলার মুখ্যমন্ত্রী।  বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে সফর সম্পর্কে বিস্তারিত জানালেন।  আগামী ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর অবর্তমানে কিভাবে প্রশাসনিক দিক পরিচালনা হবে সেই তথ্যই দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদেশ সফরের আগে টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন টাস্ক ফোর্স গঠনের কথা। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, বিদেশে থাকাকালীন যোগাযোগ রাখবে টাস্ক ফোর্স। ৫ সদস্যের টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই টিমে কারা কারা থাকবেন তাও জানিয়ে দিয়েছেন ।  আধিকারিকদের মধ্যে রয়েছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশকর্তাদের মধ্যে রয়েছেন রাজীব কুমার ও মনোজ ভর্মা। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস ও  ফিরহাদ হাকিম এই পাঁচজন মন্ত্রীকে নিয়ে মন্ত্রীদের জন্য একটি টাক্স ফোর্স গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি দলের যাবতীয় বিষয় দেখবেন সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তাঁর অনুপস্থিতিতে জেলাগুলির দায়িত্বও তাঁদের উপরেই থাকবে। বৈঠক থেকে বেশ কয়েকজন আমলাকেও বাড়তি দায়িত্ব দিয়েছেন মমতা।

আরও পড়ুনঃChhattisgarh: ছত্তিশগড়ে এনকাউন্টার, শহিদ পুলিশকর্মী, নিহত ২২ মাওবাদী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি সর্বদাই যোগাযোগ রাখবেন। তাঁকে সবসময়েই পাওয়া যাবে ফোনে। মুখ্যমন্ত্রী বলেছেন, পাঁচ সদস্যের টাস্ক ফোর্সের থেকে বাংলার নিয়মিত খোঁজখবর নেবেন। যদি কোনও পরামর্শ লাগে তাহলে ফোনেই তিনি জানিয়ে দেবেন বলেই জানিয়েছেন। সঙ্গে এদিন এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর কাছে জাপান, পোল্যান্ডের তফর থেকেও এসেছে আমন্ত্রণ। তবে সেই সময়ে বাসন্তী পঞ্চমী, ঈদ থাকার কারণে তিনি সেই সময়ে রাজ্যেই থাকবেন। সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”২৪ তারিখ সেখানকার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান, ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন, ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া, ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরব। খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী।”

আরও পড়ুনঃ Mamata at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, খবর অনুযায়ী আগামী ২১ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুবাই হয়ে লন্ডনে যাবেন। টানা বেশ কয়েকদিন থাকবেন তিনি। দুবাই থেকে লন্ডন যাওয়ার পর সভা, বৈঠক ও নানা কর্মসূচি সেরে ২৮ মার্চ লন্ডন থেকে রওনা হয়ে ২৯ মার্চ কলকাতা ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যদিও এটাই প্রথম নয় এর আগে বাংলার মুখ্যমন্ত্রী ২০১৫ সালে লন্ডনে গিয়েছিলেন। সূত্রে জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানের ছাত্রছাত্রীদের মমতা তাঁর রাজনৈতিক সংগ্রাম, সামাজিক অবদান ও নেতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন থেকেই বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়ে আসছিল। সেই আমন্ত্রণই এবার রক্ষা করতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। আরও খবর মিলেছে লন্ডন সফরেও শিল্প নিয়ে শিল্পপতিদের সঙ্গে হতে পারে বৈঠক। তবে ঠিক কি নিয়ে বৈঠক হবে তা বিস্তারিত জানা যায়নি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/