Garia Incident: গড়িয়ায় দম্পতির রহস্যজনক মৃত্যু!

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ায় (Garia Incident) ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক ভাড়া বাড়ির (Rented House) ঘর থেকে একসঙ্গে উদ্ধার হল স্বামী-স্ত্রীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শ পল্লিতে (Adarsha Pally, Garia)। প্রাথমিক তদন্তে অনুমান, স্বামী প্রথমে স্ত্রীকে খুন (Murder) করে পরে আত্মহত্যা (Suicide) করেছেন। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও রহস্য। মৃত দম্পতি তরুণ দাস (Tarun Das) ও তার স্ত্রী আশা দাস (Asha Das) কয়েক বছর ধরে গুরুপদ মণ্ডলের (Gurupada Mandal) বাড়িতে ভাড়া থাকতেন। তাদের দুই সন্তানও আছে। স্বামী-স্ত্রী উভয়েই কর্মরত ছিলেন। একই বাড়িতে আশাদেবীর বোন ও তাঁর পরিবারও ভাড়া থাকত।

আরও পড়ুন:- Kolkata Metro: গ্রিন লাইনে বড় সিদ্ধান্ত! রবিবারে বন্ধ থাকবে মেট্রো

বুধবার দুপুরে সবকিছুই ছিল স্বাভাবিক। প্রতিবেশীদের (Neighbours) সঙ্গে কথাবার্তা, হাসি-ঠাট্টা করছিলেন তারা। এমনকি একসঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন। কিন্তু বিকেলের পর থেকেই বদলে যায় পরিস্থিতি। বাড়ির মধ্যে অস্বাভাবিক নীরবতা দেখে সন্দেহ হয় আত্মীয়দের। আশাদেবীর বোনের ছেলে যখন স্কুল (School) থেকে ফিরে আসে, তখন সে দরজা বন্ধ দেখতে পায়। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় জানলা দিয়ে উঁকি দেয় সে। তারপরই চোখে পড়ে ভয়ংকর দৃশ্য (Garia Incident)। ঘরের ভেতরে আশাদেবী খাটের উপর নিথর হয়ে পড়ে আছেন। তাঁর গলায় গভীর দাগ স্পষ্ট। মুখের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অন্যদিকে, তাঁর স্বামী তরুণ দাস ফ্যানের (Ceiling Fan) সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায়। সঙ্গে সঙ্গেই সে খবর দেয় পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের। স্থানীয়রা তড়িঘড়ি নরেন্দ্রপুর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহ দুটি উদ্ধার করে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

প্রতিবেশীরা জানিয়েছেন, তরুণ ও আশার মধ্যে কোনও ধরনের ঝগড়া-বিবাদ (Domestic Dispute) কখনও প্রকাশ্যে দেখা যায়নি। তারা বেশ হাসিখুশি স্বভাবের ছিলেন। তাই এই ধরনের ঘটনা ঘটে যাবে, তা কেউই কল্পনা করতে পারেননি। তদন্তকারীদের অনুমান, পারিবারিক কোনও সমস্যা (Family Issues) বা মানসিক চাপে (Mental Pressure) এমন ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু কোনও সুইসাইড নোট (Suicide Note) পাওয়া যায়নি, যা থেকে এই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হতে পারে (Garia Incident)। নরেন্দ্রপুর থানার পুলিশ (Police) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তরুণ দাস তার স্ত্রীকে হত্যা (Homicide) করার পর আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT