নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল গরুমারা জাতীয় উদ্যান (Gorumara National Park) এবং সংলগ্ন চাপড়ামারি বনাঞ্চলে (Chapramari Wildlife Sanctuary) সম্প্রতি গন্ডার শুমারি (Gorumara Rhino Census) সম্পন্ন হয়েছে। গত ৫ এবং ৬ মার্চ পরিচালিত এই গণনার ফলাফল বনদপ্তরের জন্য স্বস্তিদায়ক হয়েছে, কারণ দেখা গিয়েছে যে গরুমারায় গন্ডারের সংখ্যা (Rhino Population) বেড়েছে। গত ২০২২ সালে পরিচালিত গন্ডার শুমারির তথ্য অনুযায়ী গরুমারা জাতীয় উদ্যানে মোট ৫৫টি গন্ডারের অস্তিত্ব ছিল। কিন্তু ২০২৪ সালে সম্পন্ন সাম্প্রতিক শুমারিতে দেখা গিয়েছে যে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬১-তে পৌঁছেছে। অর্থাৎ গত দুই বছরে ৬টি নতুন গন্ডারের (New Rhinos) সন্ধান মিলেছে।
আরও পড়ুন:- Newtown : ৬ তলা থেকে ঝাঁপ দেওয়া আইটি কর্মীর মৃত্যু, চলছিল মানসিক রোগের চিকিৎসা
শুমারির ফলাফল (Gorumara Rhino Census) বিশ্লেষণ করে জানা গিয়েছে, বর্তমানে গরুমারা জাতীয় উদ্যানে ২৭টি স্ত্রী গন্ডার (Female Rhinos) এবং ১৭টি পুরুষ গন্ডার (Male Rhinos) রয়েছে। তবে, বাকি ১৭টি গন্ডারের লিঙ্গ নির্ধারণ (Gender Identification) করা সম্ভব হয়নি। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও (Divisional Forest Officer) দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, পুরুষ ও স্ত্রী গন্ডারের অনুপাত (Male-Female Ratio) গরুমারার বাস্তুতন্ত্রের (Ecosystem) জন্য অত্যন্ত ইতিবাচক। প্রতি ১.৫৯টি স্ত্রী গন্ডারের (1.59 Female per Male) জন্য গড়ে একজন পুরুষ গন্ডার (One Male Rhino) রয়েছে, যা এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। এই অনুপাতের কারণে আগামী দিনে গরুমারায় গন্ডারের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গরুমারা জাতীয় উদ্যান দীর্ঘদিন ধরেই একশৃঙ্গী গন্ডার (One-Horned Rhinoceros) সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
কাজিরাঙা জাতীয় উদ্যান (Kaziranga National Park, Assam) ভারতের একশৃঙ্গী গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত হলেও, পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানও ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ গন্ডার অভয়ারণ্য (Rhino Sanctuary) হয়ে উঠছে। গরুমারার এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য সংরক্ষণ প্রকল্পগুলির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।গরুমারা জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বৃদ্ধির (Gorumara Rhino Census) এই সুখবর বনবিভাগের জন্য যেমন উৎসাহজনক, তেমনই পরিবেশপ্রেমীদের জন্যও আশাব্যঞ্জক। সঠিক পরিকল্পনা ও সংরক্ষণ নীতির মাধ্যমে আগামী দিনে গরুমারায় আরও বেশি গন্ডার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT