নিউজ পোল ব্যুরো: বলিউডের দাবাং খান (Dabangg Khan) তিনি, আবার টাইগার (Tiger) হিসেবেও পরিচিত। গ্যাংস্টারদের চোখে থাকলেও, বাস্তব জীবনে একেবারেই বিন্দাস এবং প্রাণোচ্ছল। তিনি আর কেউ নন, সলমন খান (Salman Khan)। বড় পর্দায় দুর্ধর্ষ অ্যাকশন অবতারে দেখা মিললেও, ব্যক্তিগত জীবনে তিনি বেশ রসিক মানুষ। আর তার সেই রসবোধের একটি মজার নমুনা দেখা গিয়েছিল ২০১৯ সালে, যখন ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নিয়ে এক টক শোতে (Talk Show) মজার মন্তব্য করেছিলেন সলমন, যা শুনে ক্যাটরিনাও (Salman-Katrina) হতবাক হয়ে গিয়েছিলেন! ঘটনাটি ২০১৯ সালের, যখন সলমন ও ক্যাটরিনা একসঙ্গে এসেছিলেন তাদের ছবি ভারত (Bharat)–এর প্রচারে। একটি জনপ্রিয় টক শোতে তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। শো চলাকালীন, সঞ্চালক সলমনকে প্রশ্ন করেন— যদি ক্যাটরিনা অভিনেত্রী না হতেন, তাহলে কোন পেশা তার জন্য সবচেয়ে উপযুক্ত হত?
আরও পড়ুন:- Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

এই প্রশ্নের উত্তরে সঞ্চালক নিজেই ইঙ্গিত দেন যে ক্যাটরিনার প্রযোজনা (Film Production) সংক্রান্ত আগ্রহ রয়েছে। কিন্তু সলমন, যিনি বরাবরই নিজের চটুল মন্তব্যের জন্য পরিচিত, এক মুহূর্তও না ভেবে উত্তর দেন, “ক্যাটরিনা বিয়ে করত এবং একের পর এক সন্তান জন্ম দিত! এটাই ওর পক্ষে সবচেয়ে ভালো কাজ।” সলমনের (Salman-Katrina) এই কথায় মুহূর্তেই চমকে যান ক্যাটরিনা। একটু থেমে তিনি অবশ্য সলমনকে শুধরে দেন, “সঞ্চালক পেশার কথা বলছেন, যেমন ডাক্তার (Doctor) বা ইঞ্জিনিয়ার (Engineer)!” কিন্তু এত সহজে দমবার পাত্র নন সল্লু ভাই। তিনি আরও বলেন, “পৃথিবীর সবচেয়ে কঠিন কাজই হল মা (Mother) হওয়া। সংসার সামলানো (Household Management) সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, যেটার কোনো পারিশ্রমিক নেই!” সলমনের এই কথায় শুধু ক্যাটরিনা নন, উপস্থিত সবাই অবাক হয়ে যান। এমনকি, এই মন্তব্য করতে গিয়ে সলমনের চোখেও একটুখানি জল দেখা গিয়েছিল।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
সলমন ও ক্যাটরিনার সম্পর্ক (Relationship) বলিউডের অন্যতম আলোচিত বিষয়। একসময় তাদের প্রেমের (Salman-Katrina) গুঞ্জন ছিল তুঙ্গে, যদিও এখন তারা খুব ভালো বন্ধু। ভারত, এক থা টাইগার (Ek Tha Tiger) এবং টাইগার জিন্দা হ্যায় (Tiger Zinda Hai)-এর মতো ছবিতে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।সলমন খান কেবল একজন সুপারস্টারই নন, বরং তিনি একেবারে মনের মানুষও। মজার ছলে বলা এই কথাগুলো প্রমাণ করে যে তিনি কতটা বাস্তববাদী এবং পরিবার ও সম্পর্কের মূল্য বোঝেন। ক্যাটরিনা হোক বা অন্য কেউ, সলমনের মন্তব্যে যে একধরনের আন্তরিকতা থাকে, তা বলার অপেক্ষা রাখে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT