নিউজ পোল ব্যুরো: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) নতুন উপাচার্য (Vice-Chancellor) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পূর্ব মেদিনীপুরের কৃতি সন্তান ড. দীপক কুমার কর (Dr. Deepak Kumar Kar)। সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেন। এদিন বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারের সামনে গাড়ি থেকে নেমেই হাতে “বর্ণপরিচয়” গ্রন্থ নিয়ে ভিতরে প্রবেশ করেন তিনি, যা প্রতীকীভাবে বিদ্যাসাগরের শিক্ষাদর্শের প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করে।
আরও পড়ুন: IIT: আইআইটিতে শুরু বিশেষ গবেষণা কেন্দ্র
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফুলের স্তবক দিয়ে নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব হস্তান্তর করেন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (Political Science Department) প্রধান অধ্যাপক ড. ইয়াসিন খান (Dr. Yasin Khan) সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।
ড. দীপক কুমার কর-এর উপাচার্য পদে নিযুক্ত হওয়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আনন্দের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষক (Research Scholars) ছাত্রছাত্রী ও তৃণমূল ছাত্র পরিষদের (Trinamool Chhatra Parishad) নেতৃত্বে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতৃত্ব দেন ছাত্রনেতা অরুণাভ দাস (Arunava Das), প্রসেনজিৎ বেরা (Prosenjit Bera) ও বিবেক রায় (Vivek Ray)। তারা উপাচার্যকে সুস্বাগতম জানিয়ে তাঁর আগামী দিনের প্রশাসনিক দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে নতুন উপাচার্যকে ঘিরে প্রবল উৎসাহ লক্ষ করা যায়। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত নেতৃত্ব নির্বাচনের জন্য। ড. দীপক কুমার কর এক অভিজ্ঞ শিক্ষাবিদ (Academician) এবং গবেষক (Researcher)। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও উন্নত করা তাঁর মূল লক্ষ্য। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণার সুযোগ প্রসারিত করা এবং ছাত্রদের ভবিষ্যৎ গঠনে বিশেষ ভূমিকা রাখার বিষয়ে তিনি অঙ্গীকারবদ্ধ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তিনি বলেন, “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ ও ঐতিহ্যের প্রতীক। আমি চেষ্টা করবো এই প্রতিষ্ঠানের মানোন্নয়ন করতে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করতে।” এই বিশেষ দিনে বিশ্ববিদ্যালয় চত্বর শিক্ষার্থী, অধ্যাপক ও গবেষকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। নতুন উপাচার্যের নেতৃত্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কতদূর এগিয়ে যাবে, এখন সেটাই দেখার বিষয়।