নিউজ পোল ব্যুরো: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক বিশেষ ক্যারিয়ার গাইডেন্স (Career Guidance) ও কাউন্সেলিং শিবির (Counseling Camp) অনুষ্ঠিত হলো। এই শিবির মূলত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করতেই আয়োজন করা হয়। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বালুরঘাটের (Balurghat) রবীন্দ্র ভবন মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা (Bijin Krishna) সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই ক্যারিয়ার গাইডেন্স শিবিরে (Career Guidance Camp) ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা (Experts) শিক্ষার্থীদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও, কীভাবে উপযুক্ত পেশা (Career) নির্ধারণ করা উচিত, সে সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন তারা।
আরও পড়ুন:- Water Treatment Plant: পানীয় জলের সমস্যা সমাধানে নয়া উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের

জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “জেলার তরুণ প্রজন্মকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পেশাগত উন্নতি ও সঠিক দিশা প্রদানের জন্য এই ধরনের শিবির খুবই গুরুত্বপূর্ণ।” এই কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হলো বালুরঘাটে (Balurghat)। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই গঙ্গারামপুর মহকুমার (Gangarampur Subdivision) বুনিয়াদপুর (Buniadpur) এলাকাতেও এই ক্যারিয়ার গাইডেন্স শিবির আয়োজন করা হবে। এই কর্মসূচিতে (Balurghat) অংশগ্রহণ করে বেজায় খুশি পড়ুয়ারা। তাদের মতে, এই ধরণের ক্যারিয়ার পরামর্শমূলক শিবির ভবিষ্যতের পথচলায় দিশা দেখাবে। একজন শিক্ষার্থী জানান, “আমরা অনেক সময়ই বুঝতে পারি না কোন পেশা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। এই ধরনের শিবির আমাদের সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
জেলা প্রশাসনের (Balurghat) এই উদ্যোগে অভিভাবকরাও সন্তুষ্ট। তাদের মতে, শুধুমাত্র পড়াশোনাই নয়, সঠিক ক্যারিয়ার গঠনের জন্য সঠিক দিশা পাওয়াটাও খুব জরুরি। বর্তমান প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনের সঠিক পথ খুঁজে পায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT