Argentina vs Uruguay: উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূল মঞ্চের পথে আর্জেন্টিনা

breakingnews ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: ফিফা বিশ্বকাপ ২০২৬ -এর বাছাইপর্বের (FIFA World Cup 2026 Qualifiers) গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারাল উরুগুয়েকে (Argentina vs Uruguay)। বিশ্বকাপের মূল পর্বের দিকে আরো একধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। মাচের একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদা (Thiago Almada)। ৬৮ মিনিটে আলভারেজের (Julián Alvarez) বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার (Argentine Midfielder), যা ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোল হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: IPL 2025: বোধনেই ঘনাচ্ছে মেঘ? টিকিট যাচ্ছে কোথায়? কোহলি না শাহরুখ, কিং কে? শহর জুড়ে যেন ক্রিকেটের উৎসব

ম্যাচের শুরু থেকে দুই দলই (Argentina vs Uruguay) আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলমুখ খোলার ক্ষেত্রে আর্জেন্টিনাই আধিপত্য দেখায়। যদিও বল দখলে এগিয়ে ছিল উরুগুয়েই। কিন্তু আর্জেন্টিনা তাদের দ্রুত আক্রমণ এবং মিডফিল্ডের শক্তিশালী নিয়ন্ত্রণের মাধ্যমে বারবার উরুগুয়ের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। তবে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং পা‌ওলো দিবালাদের অনুপস্থিতি বারবার চোখে পড়ছিল লিওনেল স্কালোনির দলের খেলায়। জুলিয়ানো সিমেওনে, অধিনায়ক নিকোলাস ওতামেন্দিরা গোলের সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে উরুগুয়ের একমাত্র উল্লেখযোগ্য শটটি নেন মিডফিল্ডার জর্জিয়ান দে আরাসকায়েটা। কিন্তু সতর্ক ছিলেন বিশ্বজয়ী এমিলিয়ানো মার্তিনেজ। প্রতিপক্ষ মিডফিল্ডারের দুরপাল্লার শট ঝাঁপিয়ে প্রতিহত করেন তিনি। ৪৩ মিনিটে সবচেয়ে ভাল সুযোগ পায় আর্জেন্টিনা। আলমাদার শট উরুগুয়ে গোলরক্ষক রোচেতের হাতে লেগে ফিরে এলে সেই বলে শট নেন ফের্নান্দেজ। কিন্তু স্লাইড করে কোনরকমে তা আটকান সেন্টার ব্যাক হিমেনেস। এছাড়া আর সেরকম কিছু ঘটেনি প্রথমার্ধে। বিরতি হয় ০-০ স্কোরে।

প্রথমার্ধ ম্যাড়মেড়ে কাটলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করার মরিয়া চেষ্টা করতে থাকে আর্জেন্টিনা। দুর্দান্ত পাসিং এবং দ্রুত মুভমেন্টে চাপ বাড়াতে থাকে উরুগুয়ের রক্ষণভাগে। ৬৮ মিনিটে শেষমেশ পরাস্ত হন রোচেত। আলামাদা বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। এরপর আর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি উরুগুয়ে (Argentina vs Uruguay)। তবে নিজেদের মধ্যে বারবার‌ই তর্কে জড়িয়ে পড়তে থাকেন দুই দলের ফুটবলাররা। নির্ধারিত সময়ের শেষে ইনজুরি টাইমে যা মাত্রা ছাড়িয়ে যায়। উড়ে আসা বলে হাইকিক মারতে গিয়ে উরুগুয়ের নান্দেজের মুখে ইচ্ছাকৃতভাবে লাথি মেরে বসেন আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেজ। সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয়লাভ (Argentina vs Uruguay) করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন থেকে আর মাত্র একধাপ দুরে রয়েছে মেসির দল। এই জয়ের ফলে ১৩ ম‍্যাচে নয়টি জয় ও একটি ড্র করে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন চ‍্যাম্পিয়নরা। ২৬ মার্চ পরবর্তী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জিতলেই আগামী বছর বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলবে তারা। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে উরুগুয়ে এবং সমসংখ্যক পয়েন্ট নিয়ে পঞ্চমে অবস্থান করছে প্যারাগুয়ে। টানা তিন ম্যাচ হেরে ষষ্ঠ স্থানে নেমে গেছে কলম্বিয়া (১৯)।