নিউজ পোল ব্যুরো: মৃত মহিলা জীবিত (Murder Mystery)! মৃত্যুর দেড় বছর পর ফিরে এলেন ‘খুন’ হওয়া মহিলা। এই খুনের মামলায় জেলে থাকা চারজনের ভাগ্য এখনও অনিশ্চিত! এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) মান্দসৌরে। অভিযোগ, ললিতা বাই (Lalita Bai) নামে এক মহিলা দেড় বছর আগে ‘খুন’ (Murder Mystery) হয়েছেন বলে মনে করা হয়েছিল। হঠাৎই নিজেই থানায় এসে হাজির হন তিনি। বিষয়টি জানাজানি হতেই, যারা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন হতবাক হয়ে যান। সবচেয়ে বড় বিষয়, ললিতার মৃত্যুর অভিযোগে চারজন ব্যক্তি—ইমরান, শাহরুখ, সোনু এবং ইজাজ এখনও জেলে (Jail) বন্দি।
আরও পড়ুন:Shashi Tharoor: কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্যে ঝড়
ললিতার বাবা রমেশ নানুরাম বনছাডা (Ramesh Nanuram Banchhada) জানান, ১৮ মাস আগে একটি ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া যায়। দেহটি দেখে মনে হয়েছিল এটি ললিতাই। হাতের ট্যাটু এবং পায়ের গোড়ালির কালো সুতো দেখে পরিবার দেহটি শনাক্ত করে। এরপর হিন্দু রীতিনীতি অনুযায়ী শ্রাদ্ধ ও শেষকৃত্য সম্পন্ন হয়।
এরপর, পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং চারজনকে গ্রেফতার (Arrest) করা হয়। তাদের বিরুদ্ধে খুনের মামলা (Murder Case) দায়ের করা হয়। বর্তমানে তারা জেলবন্দি।
সম্প্রতি ললিতা নিজেই থানায় গিয়ে জানান, তিনি বেঁচে (Murder Mystery) আছেন। পুলিশ ও পরিবারের সদস্যদের সামনে তিনি নিজের পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ড (Aadhar Card) এবং ভোটার আইডি কার্ড (Voter Id Card) দেখান।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
ললিতা জানান, তিনি স্বেচ্ছায় শাহরুখের সঙ্গে ভানুপাড়া গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর শাহরুখ তাঁকে এক ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকায় বিক্রি (Human Trafficking) করে দেয়। এরপর তাঁকে রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota) নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দেড় বছর বন্দি ছিলেন। সুযোগ পেয়ে পালিয়ে নিজের গ্রামে ফিরে আসেন।
মৃত ঘোষণা করা ললিতা ফিরে আসায় পরিবারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর সন্তানেরা মা-কে ফিরে পেয়ে আনন্দিত হলেও গ্রামের স্বঘোষিত পঞ্চায়েত এখন বিতর্কে জড়িয়েছে। ধর্মীয় রীতিনীতির কারণে তাঁকে গ্রামে বা নিজের বাড়িতে ঠাঁই দেওয়া হবে কি না তা নিয়ে চলছে আলোচনা।
গান্ধী সাগর থানার (Gandhinagar Police Station) পুলিশ জানিয়েছে, ললিতার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের অংশ হিসেবে তাঁর ডাক্তারি পরীক্ষা (Medical Examination) ও ডিএনএ টেস্ট (DNA Test) করা হবে।
এদিকে, যারা জেলে বন্দি রয়েছেন তাদের ভবিষ্যৎ (Future) কী? তা নিয়ে প্রশ্ন উঠছে। ললিতার ফিরে আসা ও তার বয়ান মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তদন্তের পরই চূড়ান্ত সিদ্ধান্ত (Decision) জানা যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT