Google Sheet: উচ্চ মাধ্যমিকে নতুন নিয়ম! পরের বছর থেকে পরীক্ষার্থীদের উপস্থিতি ‘গুগল শিট’ এ

কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সদ্যই শেষ হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam)। পরীক্ষা শেষ হওয়ার দু’মাসের মধ্যে ফল প্রকাশ হবে বলে জানালেন উচ্চ মাধ্যমিক (HS Exam) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও জানান, আগামী বছর থেকে সেমিস্টার (Semester) পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীদের উপস্থিতি রেকর্ড করা হবে ‘গুগ্‌ল শিট’-এর (Google Sheet) মাধ্যমে। তবে এই বছরের পরীক্ষা থেকেই কয়েকটি জেলা পরীক্ষার্থীদের উপস্থিতি ‘গুগ্‌ল শিট’-এ (Goggle Sheet) নথিভুক্ত করতে শুরু করেছে (Google Sheet)। বীরভূম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের কিছু পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ডিজিটাল (Digital) পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: Higher Secondary: পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশিকা

এ বছর পরীক্ষার (HS Exam) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংসদ সভাপতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষত, মেটাল ডিটেক্টরের (Metal Detector) ব্যবহার পরীক্ষার সফলতায় বড় ভূমিকা রেখেছে। গত বছরের তুলনায় মোবাইল (Mobile) ধারণের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছর যেখানে ৪১ জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছিল, সেখানে এই বছর তা মাত্র ৮-এ এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী ছিলেন। সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এছাড়াও কিছু বিচ্ছিন্ন ঘটনারও খবর এসেছে। মুর্শিদাবাদে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংসদ জানিয়েছে, প্রমাণ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষাও বাতিল করা হবে। একইভাবে, মালদহে এক ভেনু সুপারভাইজার সংসদের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেছেন, যার ফলে তাকে পরীক্ষার সমস্ত কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এ বছর পরীক্ষার সময়কালে মুর্শিদাবাদ, কালিম্পং, বীরভূম এবং কলকাতায় চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে তিনজন পরীক্ষার্থী এবং একজন ভেনু সুপারভাইজার ছিলেন। তবে হাসপাতাল থেকে ৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। চলতি বছর ২০২৫ সালে ৫৯ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যেখানে গত বছর ছিল ৭৯ হাজার। এই বছর ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ৪৫ হাজার ৫৭১ জন বেশি। মোট ৬২টি বিষয় নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য আরও একটি বিশাল কর্মযজ্ঞ।